West Bengal Weather Update: শিয়রে পশ্চিমী ঝঞ্ঝা, আজ থেকেই বৃষ্টি শুরু
পশ্চিমী ঝঞ্ঝা (Winter) যত উত্তর পশ্চিম ভারতে জেঁকে বসছে। পূর্বভারতে পৌষে বৃষ্টির সম্ভাবনা ততই দৃঢ় হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর-সহ গোটা উত্তর ভারতে শুরু হয়েছে তুষারপাত। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে না পড়তেই বাংলা , ঝাড়খণ্ড, ওড়িশায় অসময়ে বৃষ্টির সম্ভাবনা প্রবল।
কলকাতা, ১১ জানুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝা (Winter) যত উত্তর পশ্চিম ভারতে জেঁকে বসছে। পূর্বভারতে পৌষে বৃষ্টির সম্ভাবনা ততই দৃঢ় হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর-সহ গোটা উত্তর ভারতে শুরু হয়েছে তুষারপাত। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে না পড়তেই বাংলা , ঝাড়খণ্ড, ওড়িশায় অসময়ে বৃষ্টির সম্ভাবনা প্রবল। মৌসম ভবন জানিয়েছে, আজ মঙ্গলবার উল্লেখিত তিন রাজ্যে বৃষ্টি হবে। এদিকে আলিপুরের হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আজ মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। আগামী কাল বুধবার ও বৃহস্পতিবার সব জেলাতেই হবে বৃষ্টি। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অকাল বর্ষণের খবরে রাজ্যের কৃষকদের সচেতন করছে কৃষি দপ্তর। আরও পড়ুন- Sukanta Majumdar Health Update: করোনা আক্রান্ত সুকান্ত মজুমদারের স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, গেল ফুল ফল মিষ্টি
জানানো হয়েছে, বৃষ্টি শুরুর আগেই মাঠের পাকা ফসল তুলে নিতে হবে। তাহলেই ফসলের ক্ষতি এড়ানো সম্ভব। এমনিতে পশ্চিমী ঝঞ্ঝার অর্থ হল ভূমধ্যসাগরের ঠান্ডা ও ভারী বায়ু। এর প্রভাবে চলতি মরশুমে বার বার বৃষ্টির প্রকোপ দেখেছে রাজ্য। অকাল বর্ষণে ফসলের ক্ষতিও হয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা সরলেই উত্তর ভারত থেকে বয়ে আসবে কনকনে হাওয়া। সেই হাওয়ায় ফের জাঁকিয়ে পড়বে শীত। এমনটাই আশা করছে বঙ্গবাসী।
তবে মেঘলা আকাশের জেরে আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি। সবকিছুর নেপথ্যে রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা।