WB Madhyamik Exam 2020: রাস্তা থেকে উদ্ধার মাধ্যমিকের ইংরেজি উত্তরপত্র

হারিয়ে যাওয়ার দু'দিন পর উদ্ধার হল মাধ্যমিকের (WB Madhyamik Exam 2020) উত্তরপত্র (Answer paper)। মাধ্যমিকের হারিয়ে যাওয়া ৭৩টি উত্তরপত্র রাস্তা থেকে উদ্ধার করেন এক ব্যক্তি। তিনিই এরপর খাতাগুলি সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকের হাতে। ঘটনাটি কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের (Tufanganj)। ঘটনার সূত্রপাত শুক্রবার। ওইদিন মাধ্যমিকের ইংরেজি খাতা মুখ্য পরীক্ষকের কাছে দিতে যাচ্ছিলেন কোচবিহারের এক শিক্ষক। মুখ্য পরীক্ষকের কাছে পৌঁছে তিনি দেখেন বাইকে খাতার ব্যাগটি নেই। সেই সময় তিনি অনুমান করেন, কোনওভাবে বাইক থেকে ব্যাগটি পড়ে গেছে। এরপরই মুখ্য পরীক্ষককে বিষয়টি জানান তিনি। শুরু হয় খোঁজাখুঁজি। হদিশ না মেলায় বিষয়টি জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদ ও তুফানগঞ্জ থানায়। তদন্ত শুরু করে তুফানগঞ্জ থানার পুলিশ। ওই পরীক্ষক যে রাস্তা দিয়ে মুখ্য পরীক্ষকের বাড়ি গেছিলেন, সেই রাস্তায় শুরু হয় তল্লাশি। এছাড়া তুফানগঞ্জ জুড়ে মাইকিং করা শুরু করে পুলিশ। রবিবার সকালে ওই শিক্ষক ফোনে পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলিকে জানান যে, হারানো খাতাগুলি উদ্ধার হয়েছে।

(প্রতীকী ছবি: PTI)

তুফানগঞ্জ, ১৫ মার্চ: হারিয়ে যাওয়ার দু'দিন পর উদ্ধার হল মাধ্যমিকের (WB Madhyamik Exam 2020) উত্তরপত্র (Answer paper)। মাধ্যমিকের হারিয়ে যাওয়া ৭৩টি উত্তরপত্র রাস্তা থেকে উদ্ধার করেন এক ব্যক্তি। তিনিই এরপর খাতাগুলি সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকের হাতে। ঘটনাটি কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের (Tufanganj)। ঘটনার সূত্রপাত শুক্রবার। ওইদিন মাধ্যমিকের ইংরেজি খাতা মুখ্য পরীক্ষকের কাছে দিতে যাচ্ছিলেন কোচবিহারের এক শিক্ষক। মুখ্য পরীক্ষকের কাছে পৌঁছে তিনি দেখেন বাইকে খাতার ব্যাগটি নেই। সেই সময় তিনি অনুমান করেন, কোনওভাবে বাইক থেকে ব্যাগটি পড়ে গেছে। এরপরই মুখ্য পরীক্ষককে বিষয়টি জানান তিনি। শুরু হয় খোঁজাখুঁজি। হদিশ না মেলায় বিষয়টি জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদ ও তুফানগঞ্জ থানায়। তদন্ত শুরু করে তুফানগঞ্জ থানার পুলিশ। ওই পরীক্ষক যে রাস্তা দিয়ে মুখ্য পরীক্ষকের বাড়ি গেছিলেন, সেই রাস্তায় শুরু হয় তল্লাশি। এছাড়া তুফানগঞ্জ জুড়ে মাইকিং করা শুরু করে পুলিশ। রবিবার সকালে ওই শিক্ষক ফোনে পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলিকে জানান যে, হারানো খাতাগুলি উদ্ধার হয়েছে।

কীভাবে উদ্ধার হল খাতা? আসলে শুক্রবার অসমের আগমনীর বাসিন্ধা বাঞ্চা সাহা আত্মীয়ের বাড়িতে আসার সময় পথে খাতা ভর্তি ব্যাগটি পান। তিনি সেটি বাড়িতে নিয়ে রেখে দিয়েছিলেন। পরে মাধ্যমিকের খাতা হারিয়ে খবর দেখে ওই ব্যাগ খুলে দেখেন তাতে রয়েছে খাতা। খোঁজ নিয়ে তিনি পরে খাতাগুলি তুলে দেন ওই শিক্ষকের হাতে। আরও পড়ুন: Cristiano Ronaldo: করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় বড় পদক্ষেপ নিলেন এই ফুটবলার

এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি বলেন, "উদ্ধার হওয়া খাতাগুলিতে কিছু করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিয়ম অনুযায়ী আপাতত খাতা থাকবে পুলিশের কাছে।"