Ratrir Sathi: 'রাত্তিরের সাথী'তে যেসব পদক্ষেপগুলি নিচ্ছে রাজ্য সরকার

আরজি কর কাণ্ডের পর নড়েচড়ে বসল রাজ্য সরকার। হাসপাতালের নাইট শিফটে মহিলা চিকিৎসক ও নার্সদের নিরাপত্তায় জোর রাজ্য প্রশাসনের।

Photo Credit: Wikimedia Commons

কলকাতা, ১৭ অগাস্ট: আরজি কর কাণ্ডের পর নড়েচড়ে বসল রাজ্য সরকার। হাসপাতালের নাইট শিফটে মহিলা চিকিৎসক ও নার্সদের নিরাপত্তায় জোর রাজ্য প্রশাসনের। 'রাত্তিরের সাথী' নামের এক নিয়মবিধি চালু করল নবান্ন। যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা করা হল। এই রাত্তিরের সাথীতে যে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে সেগুলি হল- মহিলাদের নিরাপত্তার জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হবে যার মাধ্যমে তারা স্থানীয় থানার সঙ্গে যুক্ত থাকবেন। মহিলাদের জন্য টয়লেট সহ আলাদা বিশ্রামস্থলের ব্যবস্থা করা হবে। মহিলাদের হেল্পলাইন নম্বর ১০০/১১২ ব্যবহার করতে উৎসাহিত করা হবে। সকল প্রতিষ্ঠানে বিশাখা কমিটি গঠন করা হবে। মহিলা স্বেচ্ছাসেবকরা রাতে ডিউটিতে থাকবেন। যত দ্রুত সম্ভব রাজ্যের সর্বত্র সেই নিয়মবিধি চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্য়োপাধ্যায়।

পাশাপাশি কোনো মহিলাকে রাতে একা ডিউটি দেওয়া যাবে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও এই প্রোটোকল অনুসরণ করতে হবে।

দেখুন খবরটি

এ ছাড়া সিসিটিভি কভারেজ সহ মহিলাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরি করা হবে।