Indian Railway: নতুন মেমু চলবে শিয়ালদহ ডিভিশনে! দেখে নিন কী কী নতুনত্ব থাকছে
মেট্রো রেলে (Metro Rail) টোকেন চালুর পর যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকে যাত্রীই। তেমনি নতুন বছরে শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) নতুন উপহার রেলের (Indian Railway)।
কলকাতা, ২৯ ডিসেম্বর: মেট্রো রেলে (Metro Rail) টোকেন চালুর পর যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকে যাত্রীই। তেমনি নতুন বছরে শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) নতুন উপহার রেলের (Indian Railway)। কপুরথালাতে তৈরি হওয়া অত্যাধুনিক মেমু সেট আগামীদিনে হাওড়া শিয়ালদহ-আসানসোল ডিভিশনে চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে দক্ষিণ পূর্ব রেলও এই মেমু সেট ব্যবহার করতে চলেছে। পাঞ্জাবের কাপুরথালাতে এই প্রথম মেমু ট্রেন সেট তৈরির পরই একটি রেক প্রথম নিয়ে আসা হয় শিয়ালদহে। নতুন বছরে এই মেমু সেট বারাকপুর-রানাঘাট-লালগোলার সেকশনে চালানোর পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। আরও পড়ুন: Kolkata Metro: যাত্রী বেড়েছে, সঙ্গে বিজ্ঞাপন আসা শুরু হওয়ায় খুশি মেট্রো কর্তৃপক্ষ
কিন্তু এই নতুন মেমু রেকের বৈশিষ্ট কি? কতটা আধুনিক এই মেুম?
দেখে নেওয়া যাক একনজরে-–
১) কোচের মধ্যে গদিওয়ালা সিট
২) থাকছে বায়ো টয়লেট
৩) সুরক্ষার জন্য প্রতি কোচে সিসিটিভি। চারটি সিসিটিভি প্রতি কোচ থেকে লাইভ ফিড পাঠাতে পারবে কন্ট্রোল রুমে।
৪) প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের একাধিক ব্যবস্থা থাকছে।
৫) যাত্রীবাহী ট্রেনটি চলাচলের সময়, দুর্ঘটনার কোনও আশঙ্কা থাকলেই ট্রেন থেমে যাবে স্বয়ংক্রিয় ভাবে। সর্বাধিক ১১০ কিলোমিটার বেগে চলা ট্রেনের গতি স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে।
৬) সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এই ট্রেন সেট।
৭)এই মেমুতে আছে সামঞ্জস্যপূর্ণ কাচের দরজা। ইলেকট্রিক কন্ট্রোল সিস্টেমটি সম্পূর্ণ নেদারল্যান্ডসের তৈরি।
৮) চালকের কোচে রয়েছে ডেটা রেকর্ডার বক্স। এখানে প্রতি সেকেন্ডে সমস্ত তথ্য রেকর্ডিং হবে।
৯) ১১ কামরার একেবারে আধুনিক প্রযুক্তির এই রেকে চালকের কেবিনটি সম্পূর্ণ এসি।
১০) ট্রেনটি দেখতে একেবারে কলকাতা মেট্রোর রেকের মতো। তিরিশ শতাংশ যাত্রী বেশি চড়তে পারবেন। তবে বেশি যাত্রী উঠলেও বসার ও দাঁড়ানোর জায়গা বেশ প্রশস্ত।