Shantanu Thakur: কলকাতা বন্দর থেকে মায়ানমারের সিত্তওয়ে বন্দরে পণ্য পরিবহনের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর
অবশেষে বাস্তবায়িত হল কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে মায়ানমারের রাখাইন প্রদেশে অবস্থিত সিত্তওয়ে বন্দরে পণ্য পরিবহনের পরিকল্পনা।
কলকাতা: অবশেষে বাস্তবায়িত হল কলকাতার (Kolkata) শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (Syama Prasad Mookerjee Port) থেকে মায়ানমারের (Myanmar) রাখাইন প্রদেশে (Rakhine State) অবস্থিত সিত্তওয়ে বন্দরে (Sittwe Port) পণ্য পরিবহনের পরিকল্পনা। বৃহস্পতিবার কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর (MoS Ministry of Ports, Shipping & Waterways Shantanu Thakur) পতাকা নাড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে পরীক্ষামূলক ভাবে যাত্রা শুরু করালেন মায়ানমারগামী প্রথম পণ্যবাহী জাহাজের (inaugural shipment)।
এমভি-আইটিটি লায়ন (ভি-২৭৩) (MV-ITT LION (V-273) নামে জাহাজের মাধ্যমে বৃহস্পতিবার ২০ হাজার ব্যাগে করে হাজার মেট্রিক টন সিমেন্ট পাঠানো হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা হয়ে অসম, মিজোরাম ও ত্রিপুরাকে ছুঁয়ে আগামী ৯ মে জাহাজটি গিয়ে পৌঁছবে মায়ানমারের রাখাইন প্রদেশের সিত্তওয়ে বন্দরে।
পাকাপাকিভাবে এই রুটে পণ্য পরিবহন চালু হলে বাংলাদেশ ও মায়ানমারের পাশাপাশি অসম, মিজোরাম ও ত্রিপুরার ব্যবসা-বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, উত্তর-পূর্ব ভারতীয় অঞ্চলের জলপথ এবং বঙ্গোপসাগরের প্রধান বন্দরের সাথে সংযোগ করা কেবল এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মোচিত করবে না স্থলবেষ্টিত অঞ্চলটিকে আন্তর্জাতিক বাণিজ্য রুটে সরাসরি প্রবেশের অনুমতি দেবে। আরও পড়ুন: Kolkata: নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অপরাধে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার দুই, তল্লাশিতে মিলল ১কোটির হেরোইন ও ২ লাখ নগদ