Monsoon 2019: 10 বছরে সবচেয়ে শুষ্ক জুলাই কলকাতায়, 112 বছরে সবচেয়ে বেশি বৃষ্টি মুম্বইয়ে

কলকাতা, মুম্বই। দেশের মেট্রোপলিটন দুই শহরে কী বড় বৈষ্যম্য দেখাল প্রকৃতি। চলতি মরসুমে বর্ষার প্রথম মাস জুলাইয়ে মুম্বই ঠিক কলকাতার বিপরীত শব্দ হয়ে থাকল। জুলাইয়ে ১১২ বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মুম্বইয়ে, সেখানে গত দশ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে কলকাতায়।

বৃষ্টিপাত। (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

ওয়েব ডেস্ক, ৩১ জুলাই: কলকাতা, মুম্বই। দেশের মেট্রোপলিটন দুই শহরে কী বড় বৈষ্যম্য দেখাল প্রকৃতি। চলতি মরসুমে বর্ষার প্রথম মাস জুলাইয়ে মুম্বই ঠিক কলকাতার বিপরীত শব্দ হয়ে থাকল। জুলাইয়ে ১১২ বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মুম্বইয়ে, সেখানে গত দশ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে কলকাতায়।

যেখানে ২৮ জুলাইয়ের পর্যন্ত হিসেবে মুম্বইয়ে ১৪৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেখানে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দেড়শো মিলিমিটার। মুম্বইয়ে শেষবার এত বৃষ্টি হয় ১৯০১ সালে। সে রেকর্ডও ভেঙে যেতে পারে। আরও পড়ুন-শ্রাবণে মুসলিমের ছোঁয়া খাব না, গ্রাহককে যুতসই জবাব Zomato-র

মুম্বইয়ে চলতি বর্ষায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। চলতি মরসুমে বলিউডের শহর অন্তত তিনবার ভেসে গিয়েছে। বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল মুম্বইয়ে। অন্যদিকে, জুলাইয়ে কলকাতায় বৃষ্টির দেখা প্রায় ছিলই না। জুলাইয়ে কলকাতায় ৫৬ শতাংশ বৃষ্টির ঘাটতি হয়েছে (মঙ্গলবার, ৩০ জুলাইয় পর্যন্ত হিসেব)।

রেকর্ড বলছে, ৩০ জুলাই পর্যন্ত চলতি মাসে কলকাতায় মাত্র ১৫৯.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যেখানে শহরে জুলাইয়ে গড় বৃষ্টি হওয়ার কথা ৩৬১ মিলিমিটার। অগাস্ট অবশ্য কলকাতার সুখাভাব কাটতে চলেছে বলে পূর্বাভাস। জুনেও কলকাতায় ৫৮ শতাংশ বৃষ্টির ঘাটতি ছিল।

মুম্বইয়ে এবার বৃষ্টিতে নাজেহাল হওয়ার নতুন নজির গড়ে। বদলাপুরে বৃষ্টির জমা জলে ট্রেন আটকে পড়ার ঘটনায় চমকে ওঠে গোটা দেশ। যেখানে মুম্বইয়ের বর্ষার মাঝে কপ্টার, বোটের সাহায্যে ট্রেনের যাত্রীদের উদ্ধার করা হয়। প্রতিবারের থেকে এবার মুম্বইয়ে জল জমে ভোগান্তির সমস্যাটা অনেকটা বেড়েছে বলেই স্থানীয়রা বলছেন। চলতি সপ্তাহে উইকএন্ডে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুম্বই ও শহরতলী এলাকায়।

সেখানে কলকাতা! চাতক পাখির মত গোটা জুলাইটা আকাশের দিকে চেয়ে কাটল কলকাতার। সব মিলিয়ে বলতেই হচ্ছে-জুলাইয়ে কলকাতা ঘামে ভেজা, মুম্বই বৃষ্টিতে। চলতি বছর জুলাই মাসটাকে এভাবেই ব্যাখা করতে হচ্ছে।