Mamata Banerjee: মাঝেরহাট ব্রিজের নাম বদলে 'জয় হিন্দ', রাজ্যে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা মমতা ব্যানার্জির

৩ ডিসেম্বর উদ্বোধন হবে মাঝেরহাট ব্রিজের (Majherhat Bridge)। তবে সেই সেতুর নাম বদলে এবার রাখা হল জয় হিন্দ সেতু। নেতাজির ১২৫ তম জন্মদিবস উপলক্ষে মাঝেরহাট ব্রিজের নাম বদলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মমতা ব্যানার্জি বলেন, 'আমি চাই জয় হিন্দ সকলের মুখে মুখে ফিরুক, সেই কারণেই এই সিদ্ধান্ত।' পাশাপাশি কর্মসংস্থানের বিষয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এদিন জানালেন তিনি।

Mamata Banerjee. Photo Source: ANI/Twitter

কলকাতা, ১ ডিসেম্বর: ৩ ডিসেম্বর উদ্বোধন হবে মাঝেরহাট ব্রিজের (Majherhat Bridge)। তবে সেই সেতুর নাম বদলে এবার রাখা হল জয় হিন্দ সেতু। নেতাজির ১২৫ তম জন্মদিবস উপলক্ষে মাঝেরহাট ব্রিজের নাম বদলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মমতা ব্যানার্জি বলেন, 'আমি চাই জয় হিন্দ সকলের মুখে মুখে ফিরুক, সেই কারণেই এই সিদ্ধান্ত।' পাশাপাশি কর্মসংস্থানের বিষয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এদিন জানালেন তিনি। পড়ুন: Justin Trudeau Backs Farmers' Protest in India: 'শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার পাশে রয়েছে কানাডা', কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডোর 

নিউটাউনে ২০টি তথ্যপ্রযুক্তি শিল্পকে ১০০ একর জমি দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা। তিনি বলেন, "২০ টি আইটি শিল্পকে জমি দেওয়া হল। মন্ত্রিসভায় ছাড়পত্র মিলেছে আজ। সহযোগী শিল্পও গড়ে উঠবে ওই এলাকায়। এতে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে বাংলায়।" এছাড়া ইনফোসিস নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। যেভাবে তারা বাংলায় কাজ করতে চায়, সেভাবেই সম্মতি দেওয়া হয়েছে কাজের। এই বিষয়টি নিয়েও মন্ত্রিসভায় ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি। বাংলায় সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার তৈরির জন্য মমতা ব্যানার্জি আহ্বান করেন ইনফোসিসকে। ২০২১-র জুলাইয়ে কাজ শুরু হবে, ২৪ মাসের মধ্যেই শেষ হবে কাজ।

এদিকে মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচি। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জাতিগত শংসাপত্র, তফসিলি বন্ধু, জয় জোহার, কৃষকবন্ধু এবং ১০০ দিনের কাজ-সহ সমস্ত রাজ্য সরকারের প্রকল্পের সুবিধাই পাওয়া যাবে 'দুয়ারে সরকার' কর্মসূচির মধ্যে।



@endif