Karnataka Government Resumes Special Trains: সমালোচনার মুখে পড়ে 'শ্রমিক স্পেশাল ট্রেন' পুনরায় চালু, পশ্চিমবঙ্গ সহ নয় রাজ্যকে চিঠি কর্নাটক সরকারের

আটকে পড়া মানুষদের ফেরানোর উদ্যোগ। ৮ মে থেকে বিশেষ ট্রেন পরিষেবা চালুর বিষয়ে কর্নাটক সরকার (Karnataka Government) চিঠি পাঠাল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা এবং রাজস্থান সরকারকে। আজই কর্ণাটক সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন পরিষেবা (Special Trains For Stranded Migrant) পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মোট ৯টি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য ট্রেন চালানোর অনুমোদনের জন্য চিঠি দিয়েছে।

পরিযায়ী শ্রমিক (Photo Credits: PTI)

বেঙ্গালুরু, ৭ মে: আটকে পড়া মানুষদের ফেরানোর উদ্যোগ। ৮ মে থেকে বিশেষ ট্রেন পরিষেবা চালুর বিষয়ে কর্নাটক সরকার (Karnataka Government) চিঠি পাঠাল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা এবং রাজস্থান সরকারকে। আজই কর্ণাটক সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন পরিষেবা (Special Trains For Stranded Migrant) পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মোট ৯টি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য ট্রেন চালানোর অনুমোদনের জন্য চিঠি দিয়েছে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে লেখ রয়েছে, বিহার সরকার ৮ মে-১৫ মে পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সম্মতি দিয়েছে। অন্য রাজ্যগুলির সম্মতি চিঠির অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: Kolkata Municipal Corporation: কলকাতা পৌরনিগমে প্রশাসক নিয়োগ নিয়ে তরজা, মুখ্যমন্ত্রীর থেকে বিস্তারিত জানতে চাইলেন ক্ষুব্ধ রাজ্যপাল

প্রাথমিকভাবে লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য ১০ শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। হঠাৎই সেই ট্রেনগুলি বাতিল করে দেয় কর্নাটক সরকার। মঙ্গলবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন, খুব দ্রুতই আগের মতোই কাজে যোগদান করবেন পরিযায়ী শ্রমিকরা। তাই আপাতত তাঁদের বাড়ি ফেরার জন্য ট্রেন চালানোর প্রয়োজন নেই। এরপরই সমালোচনার ঝড় ওঠে। দেশের অন্যান্য রাজ্যের শ্রমিকরা স্পেশাল ট্রেনে বাড়ি যাওয়ার সুযোগ পেলে কর্নাটকের শ্রমিকরা কেন বঞ্চিত থাকবেন, প্রশ্ন তোলেন অনেকে।



@endif