Mamata Banerjee: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবাসাহেব আম্বেদকরকে চুড়ান্ত অপমান করেছেন, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সংবিধানের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার রাজ্যসভার বৈঠকে ডঃ বাবাসাহেব আম্বেদকর নিয়ে বিতর্কিত মন্তব্য় করে বসেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।
সংবিধানের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার রাজ্যসভার বৈঠকে ডঃ বাবাসাহেব আম্বেদকর নিয়ে বিতর্কিত মন্তব্য় করে বসেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেছিলেন "কথায় কথায় আম্বেদকরের নাম নেওয়া ফ্যাশন হয়ে গিয়েছে। এর থেকে ভগবানের এতবার নিলে সাত জন্মের জন্য স্বর্গ পাওয়া যেত"। ভরা সংসদে ভারতীয় সংবিধানের জনককে এভাবে আক্রমণ করাকে মেনে নিতে পারেননি বিরোধীরা। এমনকী এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনায় নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি এদিন টুইটারে বলেন, "এটি একটি বর্ণবাদী ও দলিত-বিরোধী মানসিকতার প্রদর্শন। ২৪০টি আসন কমে যাওয়ার পরেও যাঁদের এতটা উদ্ধত্ব্য থাকে, তাহলে ৪০০টি আসন যদি পেয়ে যেত তখন দেশের কী হাল করে ছাড়ত, ভেবে দেখুন। এরা বাবাসাহেব আম্বেদকরের অবদানকে মুছে ফেলে ইতিহাস পূর্ণলিখন করতে চাইছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য অসংখ্য মানুষকে অপমাণিত করেছেন, যাঁরা আম্বেদকরের নীতি ও আদর্শকে অনুপ্রেরণা হিসেবে জীবনে বেছে নিয়েছেন। কিন্তু যে দল ঘৃণা ও ধর্মান্ধতাকে বিশ্বাস করে, তাঁদের থেকে আর কী আশা করা যায়"?