BGBS 2022: বাংলার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যে বড় ঘোষণা করলেন গৌতম আদানি

শুরু হয়ে গেল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজারহাটে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) এই দু দু'দিনের সম্মেলনের প্রথম দিনেই বড় বিনিয়োগ, ঢালাও কর্মসংস্থানের প্রতিশ্রুতি এল।

Gautam Adani Meets Mamata Banerjee (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ২০ এপ্রিল: শুরু হয়ে গেল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2022)। রাজারহাটে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) এই দু দু'দিনের সম্মেলনের প্রথম দিনেই বড় বিনিয়োগ, ঢালাও কর্মসংস্থানের প্রতিশ্রুতি এল। দেশের বড় শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) বাংলার প্রশংসায় পঞ্চমুখ হলেন। দু দিনের এই শিল্প সম্মেলনে রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালদের সঙ্গে উপস্থিত শিল্পপতি, উদ্যোগপতিরাও। বাংলাকে আবার বানিজ্যে বসত লক্ষ্মী করতে উদ্যোগী সবাই। এই সম্মেলনে বড় শিল্পপতিদের মধ্যে উপস্থিত ছিলেন-গৌতম আদানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কারা। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রধান উপদেষ্টা অমিত মিত্রকে নিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অভিভাবকের ভূমিকায় উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন টুইট

এদিন সম্মেলন শুরুর আগেই আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের সম্মেলনে বক্তব্য রাখতে উঠে রাজ্যের বিপুল প্রশংসা করেন আদানি। আদানি বলেন, ''আমাকে নিমন্ত্রণ করার জন্যে ধন্যবাদ। বাংলা নিয়ে আমি বরাবর আগ্রহী৷ মহিলাদের ক্ষমতায়ন, উন্নয়ন নিয়ে বাংলার মতো অন্য রাজ্য কেউ ভাবে না। কন্যাশ্রী যে কারণে এত সফল। তাই ইউনাইটেড নেশনস থেকে পুরষ্কার পেয়েছে৷ সবুজ সাথী ও উৎকর্ষ বাংলায় মানুষ উপকৃত। আপনার জনপ্রিয়তা, ক্যারিশ্মা অবিস্মরণীয়। আমাদের লক্ষ্য অনেক বড়৷ আদানি গ্রুপ আরবসাগরের তীর থেকে ব্যবসা শুরু করেছিল। পরিকাঠামো নিয়ে আমরা আগেই কমিট করেছি। আদানি গ্রুপ ডেটা সেন্টার, আন্ডার সি কেবল, সেন্টার ফর এক্সেলেন্স, লজিস্টিক পার্ক ও ফরচুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। ১০ হাজার কোটি বিনিয়োগ বৃদ্ধি পাবে আমাদের। ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।'' আরও পড়ুন: প্রয়াত তৃণমূল নেতা কৃষ্ণ কুমার কল্যাণী

এবারের বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনে গৌতম আদানির দিকে নজর আছেন সবচেয়ে বেশি। গত এক দশকে রাজ্যে উল্লেখযোগ্য বড় শিল্প আসেনি। তবে, রাজ্যের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পে চোখে পড়ার মতো এগিয়ে রাজ্য। তৃতীয়বার ক্ষমতায় এসেই রাজ্যে বড় শিল্প আনতে উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী। তাই রাস্তা-সহ সার্বিক পরিকাঠামো ও শিল্পতালুক পরিকাঠামোয় জোর দেওয়া হয়েছে।