Burdwan Station Tragedy: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনার জের, রেলের বিরুদ্ধে FIR মৃতের স্বামীর

বুধবার দুপুরে বর্ধমান স্টেশনের ২ ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা একটি বিশাল জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। যার জেরে জলের ট্যাঙ্কের নিচে থাকা যাত্রীদের শেড ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় তিন জনের।

Photo Credits: IANS

বর্ধমান: বুধবার দুপুরে বর্ধমান স্টেশনের (Burdwan station) ২ ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা একটি বিশাল জলের ট্যাঙ্ক (giant water tank collapsed) ভেঙে পড়ে। যার জেরে জলের ট্যাঙ্কের নিচে থাকা যাত্রীদের শেড ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় তিন জনের। জখম হন আরও ৩০ জনের বেশি। আরও পড়ুন: Anandapur: ৩০ হাজারের বিনিময়ে ২৩ দিনের সদ্যজাত নাতনিকে বিক্রির অভিযোগ দাদু-দিদার বিরুদ্ধে

বৃহস্পতিবার ওই মর্মান্তিক দুর্ঘটনায় (Burdwan Shocker) মৃত মহিলা মাফিজা খাতুনের স্বামী আব্দুল মাফিদ শেখ রেলওয়ের (Railways) বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করলেন। এদিকে ১৫ হাজার গ্যালন জল ধারণকারী ওই ট্যাঙ্কটি ভেঙে পড়ার ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি (GRP)।

দুর্ঘটনায় মৃত ও জখমদের পরিবারগুলি এই দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দাবি করে ভারতীয় রেলের আধিকারিকদের সঙ্গে দেখা করে। রেলের আধিকারিকরা এর জন্য তাদের থেকে প্রয়োজনীয় নথি চেয়েছেন। আরও পড়ুন: West Bengal Coal Scam Case: কয়লা পাচার মামলায় ফের কোমর বেঁধে মাঠে সিবিআই, সকাল থেকে শুরু তল্লাশি অভিযান