Cyclone Yaas: ধেয়ে আসছে 'য়াস',বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ৬৭০ কিমি দূরে, প্রস্তুতি জেলায় জেলায়

ধেয়ে আসছে সাইক্লোন 'য়াস' (Cyclone Yaas)। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দিঘা থেকে আর মাত্র ৬৭০ কিমি দূরে। আমফানে স্মৃতি এখনও তাজা। তাই 'য়াস' নিয়ে আতঙ্ক আছে। বুধবার সাগর আর পারাদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে 'য়াস'। আগাম সতর্কতায় বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন।

কলকাতা, ২৩ মে: ধেয়ে আসছে সাইক্লোন 'য়াস' (Cyclone Yaas)। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দিঘা থেকে আর মাত্র ৬৭০ কিমি দূরে। আমফানে স্মৃতি এখনও তাজা। তাই 'য়াস' নিয়ে আতঙ্ক আছে। বুধবার সাগর আর পারাদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে 'য়াস'। আগাম সতর্কতায় বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন। 'য়াস' মোকাবিলায় পূর্ব মেদিনীপুরে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। সব রকমের পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে কলকাতা পুরসভাও। য়াস-র মোকাবিলায় সবচেয়ে তৎপর দেখাচ্ছে ডায়মন্ড হারবারের প্রশাসনকে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলছে। ফ্লাড সেন্টারের ব্যবস্থাও চলছে। মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ রাজ্যের আটটি জেলায়। সব মিলিয়ে প্রশাসনের কাছে চিন্তার হয়ে দাঁড়িয়েছে 'য়াস'। আরও পড়ুন: Cyclone Yaas Live Tracker Map Windy: ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ২৬ মে আছড়ে পড়তে পারে 'য়াস'; ঘূর্ণিঝড়ের অবস্থান দেখে নিন লাইভট্র্যাকার ম্যাপে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে 'য়াস' মোকাবিলার ছক। আজ ঘূর্ণিঝড়ের পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর টুইট করে জানিয়েছেন, "ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। প্রভাবিত এলাকার বাসিন্দাদের সাহায্য করার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। ২৪ মে হবে সাইক্লোন। ২৫ মে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সন্ধেবেলা ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার ২৫ মে সন্ধেয় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিমি। য়াসের অবস্থান জানতে লাইভট্র্যাকার ম্যাপ দেখে নিন এই সাইটে

নিরাপদ জায়গায় মানুষকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার কোভিড-১৯ এ সংক্রমিতদের চিকিৎসায় যাতে ব্যাঘাত না ঘটে, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সকলের নিরাপত্তা ও কল্যাণ কামনা করি।" জায়গায় জায়গায় প্রস্তুতি চালাচ্ছে রাজ্য সরকারের প্রশাসনও। বাংলার পাশাপাশি ওড়িশা এবং বাংলাদেশেও য়াসের দাপট দেখানোর সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশপাশি ওড়িশা এবং বাংলাদেশেও য়াস ২৪ থেকে ২৬ মের মধ্যেই আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।