CM Mamata Banerjee: জানুয়ারি থেকেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হারে বেতন পাবেন কলেজ শিক্ষকরা, নেতাজি ইন্ডোরে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে বিধানসভা নির্বাচন আসতে এখনও দুটি বছর দেরি, তবে তাতে কি। রাজ্যের তৃণমূল সরকার এখন কল্পতরু। তাই আগামী ২০২০-র জানুয়ারি থেকে ইউজিসি-র (UGC) হারেই পশ্চিমবঙ্গের কলেজ শিক্ষকরা (College Teacher) বেতন পাবেন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ শিক্ষকদেরনিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এমন ঘোষণার পর মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “যতটুকু পারছি, ততটুকুই করছি। এমন কিছু বলব না যেটা করতে পারব না।

মমতা বন্দ্যোপাধ্যায়(Photo Credits: Twitter)

কলকাতা, ৫ নভেম্বর: রাজ্যে বিধানসভা নির্বাচন আসতে এখনও দুটি বছর দেরি, তবে তাতে কি। রাজ্যের তৃণমূল সরকার এখন কল্পতরু। তাই আগামী ২০২০-র জানুয়ারি থেকে ইউজিসি-র (UGC) হারেই পশ্চিমবঙ্গের কলেজ শিক্ষকরা (College Teacher) বেতন পাবেন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ শিক্ষকদেরনিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এমন ঘোষণার পর মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “যতটুকু পারছি, ততটুকুই করছি। এমন কিছু বলব না যেটা করতে পারব না। ঘোষণা করে ঘরে ঢুকে যাব, তেমন কাজ আমি করি না।” একইসঙ্গে তিনি জানিয়েছেন, নতুন হারে বেতন দিতে সরকারের প্রতিমাসে খরচ হবে বাড়তি এক হাজার কোটি টাকা।

জানা গিয়েছে, রাজ্যে ইউজিসির সংশোধিত বেতন কাঠামো চালু হলেও কোনও রকম এরিয়ার মিলছে না। তার পরিবর্তে ২০১৬-১৯ তিন বছর ৩ শতাংশ হারে বেতনবৃদ্ধি হবে। এককালীন এই টাকা দেওয়া হবে কলেজ শিক্ষকদের। ইউজিসি হারে বেতন দেওয়া হোক, কলেজ শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এটি। এনিয়ে মামলা মোকদ্দমাও কম হয়নি। কলেজ শিক্ষকদের দাবি ছিল, ২০১৬ সাল থেকেই কার্যকর হোক ইউজিসি হারে বেতন। তা না হওয়ায় কলেজ শিক্ষকরা যে খুশি নন তা এদিনের নেতাজি ইন্ডোরের সভাতেও লক্ষ্য করা গিয়েছে। মুখ্যমন্ত্রী বারবার জানতে চেয়েছেন, আপনারা খুশি তো? কিন্তু মুখ্যমন্ত্রীকে খুশি করা উত্তর আসেনি স্টেডিয়ামের দর্শকাসন থেকে। তবে শুধু অধ্যাপকরাই নন, গেস্ট লেকচারার, পার্টটাইম শিক্ষক অর্থাৎ স্টেট এইডেট শিক্ষকদের জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, "গেস্ট লেকচারার, পার্টটাইম শিক্ষকদের ৫ হাজার টাকা মাসমাইনে বাড়বে।" মমতা আরও বলেন, "আমরা গরিব সরকার, এবছর ৫০ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে হবে। কাজেই আমাদের সামর্থ অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি।" তাঁর কথায়, "একবারেই সব দেওয়া সম্ভব নয়, ভাল করে কাজ করুন, ধৈর্য ধরুন। ধাপে ধাপে উন্নতি করছে বাংলা।" আরও পড়ুন-Dilip Ghosh On Controversial Remark: ‘বুদ্ধিজীবীরা গরু বাদ দিয়ে কুকুরের মাংস খেতে পারেন, এতে তাঁদের শরীর ভালই থাকবে’ ফের লাগামছাড়া দিলীপ ঘোষ

পুজোর আগে ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর পুজো মিটতে না মিটতেই কলেজ শিক্ষকদের জন্য ইউজিসির হারে বেতন কাঠামো, ভাবা যায়!