IPL Auction 2025 Live

Calcutta High Court on DA: ডিএ মৌলিক অধিকার, বকেয়া মেটাতে হবে ৩ মাসের মধ্যে; নির্দেশ কলকাতা হাইকোর্টের

ডিএ (DA) মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টের। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ রাজ্যকে মেটাতে হবে। আদালতের আরও পর্যবেক্ষণ, "মহার্ঘ ভাতা আইনত অধিকার, মৌলিক অধিকার।"

Calcutta-High-Court (Photo Credits: PTI)

কলকাতা, ২০ মে: ডিএ (DA) মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টের। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ রাজ্যকে মেটাতে হবে। আদালতের আরও পর্যবেক্ষণ, "মহার্ঘ ভাতা আইনত অধিকার, মৌলিক অধিকার।"

পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া ৩২ শতাংশ মহার্ঘ ভাতার (Dearness allowance) দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (West Bengal Administrative Tribunal) ২০১৬ সালে মামলা হয়। সেই মামলায় রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএ ৬ মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করে রাজ্য। যদিও সেই আবেদন খারিজ করে রায় বহাল রাখে কলকাতা হাইকোর্ট। এর পর রিট পিটিশন জমা দেয় রাজ্য। আজ সেই পিটিশন খারিজ করে দিল আদালত। আরও পড়ুন: 5G Call In India: দেশে এই প্রথম, 5G ভিডিও কলে কথা বললেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো

বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বলেন, "রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়া মৌলিক ও আইনত অধিকার। অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স অনুযায়ী তারা ডিএ পেতে বাধ্য। সাংবিধানিক অধিকার অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস অনুযায়ী রাজ্য সরকারী কর্মচারীদের তিন মাসের মধ্যে বকেয়া ডিএ দিয়ে দিতে হবে।