NRC Issue: 'বিজেপি করুন, এনআরসি সামলে দেব' বিতর্কিত মন্তব্য শঙ্কুদেব পণ্ডার, প্রতিক্রিয়া দিয়ে দিলীপ বললেন, ‘ঠিক বলেছে’

জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি (NRC) ইস্যুতে বর্তমানে সরগরম গোটা দেশ (India)। বিতর্কও তেমনই তুঙ্গে। আতঙ্কে নিজেকে আত্মহত্যার (Suiside) দিকেও ঠেলে দিচ্ছেন অনেকে বলেই খবর মিলছে অহরহ। তারমধ্যে আরও এক বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। আজ মঙ্গলবার বিজেপি নেতা দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন এনআরসি আতঙ্ক কাটাতে সাধারণ মানুষের ঘরে ঘরে যাওয়ার জন্য। সেই সঙ্গেই দলীয় কর্মীদের প্রতি তাঁর নিদান, ‘‘সাধারণ মানুষকে আপনারা বোঝান, এনআরসি নিয়ে চিন্তার কিছু নেই। আপনারা শুধু মন দিয়ে বিজেপিটা করুন।’’

শঙ্কুদেব পণ্ডা (Photo Credits: Twitter)

কলকাতা, ১৫ অক্টোবর: জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি (NRC) ইস্যুতে বর্তমানে সরগরম গোটা দেশ (India)। বিতর্কও তেমনই তুঙ্গে। আতঙ্কে নিজেকে আত্মহত্যার (Suiside) দিকেও ঠেলে দিচ্ছেন অনেকে বলেই খবর মিলছে অহরহ। তারমধ্যে আরও এক বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। আজ মঙ্গলবার বিজেপি নেতা দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন এনআরসি আতঙ্ক কাটাতে সাধারণ মানুষের ঘরে ঘরে যাওয়ার জন্য। সেই সঙ্গেই দলীয় কর্মীদের প্রতি তাঁর নিদান, ‘‘সাধারণ মানুষকে আপনারা বোঝান, এনআরসি নিয়ে চিন্তার কিছু নেই। আপনারা শুধু মন দিয়ে বিজেপিটা করুন।’’

কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডে এদিন বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত-ও (Sabyasachi Dutta)। সেখানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শঙ্কুদেবকে বলতে শোনা যায়, ‘‘আপনারা মানুষের ঘরে ঘরে যান। মানুষকে বলুন, মানুষকে বোঝান তারা যেন মন দিয়ে বিজেপিটা করেন।" এখানেই থেমে থাকেননি শঙ্কুদেব। তিনি আরও বলেন, "এনআরসি নিয়ে চিন্তা করার বিষয়টা আমাদের। আমরা বুঝে নেব। আপনাদের কেউ উচ্ছেদ করবে না।’’এছাড়াও প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরেও বিজেপি নেতাকে বলতে শোনা যায়- বিজেপি না করলে বা বিজেপির সঙ্গে না থাকলে এনআরসি থেকে নাম বাদ পড়তে পারে। তিনি বলেন, ‘‘একমাত্র বিজেপিই আপনাকে সুরক্ষিত ভারতবর্ষ দিতে পারে। একমাত্র বিজেপি আপনাকে সুরক্ষিত বাংলা দিতে পারে। একমাত্র বিজেপি আপনাকে সুরক্ষিত ওয়ার্ড দিতে পারে। একমাত্র বিজেপি আপনাকে সুরক্ষিত পরিবার এবং মাথার উপর ছাদ দিতে পারে। তাই বিজেপি করতে হবে।" আরও পড়ুন: রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিস্ফোরক অভিযোগ, দুর্গাপুজোর কার্নিভালের দিন তাঁকে অপমান করা হয়েছে

অন্যদিকে, বিজেপি নেতার এমন মন্তব্যকে সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘‘শঙ্কুদেব পণ্ডা ঠিকই তো বলেছেন। আমরাই তো সামলে নেব।’’দিলীপ আরও বলেন, ‘‘এনআরসি এখনও হয়েছে কোথায়? এত ভয় পাওয়ারই বা কী আছে? বিজেপির উপরে আস্থা রাখুন। কারও কোনও অসুবিধা হবে না।’’



@endif