WB Assembly Elections 2021: অমিত শাহর উপস্থিতিতে রবিবার ইস্তেহার প্রকাশ বিজেপির

আগামী ২১ মার্চ রবিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে বঙ্গ বিজেপি (BJP manifesto)। সল্টলেকের ইজেড সিসিতে হবে ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ইস্তেহার প্রকাশের লক্ষ্যে নির্বাচন ঘোষণার আগেই সুভাষ সরকারের নেতৃত্বে তৈরি হয় কমিটি। সেই কমিটির সদস্যরাই বাড়ি বাড়ি গিয়ে জনমত সমীক্ষা করেছেন। সোনার বাংলা গড়তে তাড়া কী কী চান। সে সবের উপরে খেয়াল রেখেই বিজেপির নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে। ইস্তেহারে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে বলে খবর।

অমিত শাহ (Photo Credits: IANS)

কলকাতা, ১৯ মার্চ: আগামী ২১ মার্চ রবিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে বঙ্গ বিজেপি (BJP manifesto)। সল্টলেকের ইজেড সিসিতে হবে ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ইস্তেহার প্রকাশের লক্ষ্যে নির্বাচন ঘোষণার আগেই সুভাষ সরকারের নেতৃত্বে তৈরি হয় কমিটি। সেই কমিটির সদস্যরাই বাড়ি বাড়ি গিয়ে জনমত সমীক্ষা করেছেন। সোনার বাংলা গড়তে তাড়া কী কী চান। সে সবের উপরে খেয়াল রেখেই বিজেপির নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে। ইস্তেহারে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে বলে খবর। বাকি তথ্য ইস্তেহার প্রকাশের পরেই জানা যাবে। এদিকে কয়েকদিন আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে তৃণণূলের ইস্তেহারকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি, রীতিমতো কটাক্ষ করেছে। দলের মুখপাত্র বলেন, ২০১২ সালে বলেছিলেন ৯০ শতাংশ কাজ হয়ে গেছে। এতদিন তাহলে কী হল। পুঁজিপতিরা বাংলা ছেড়ে গেছে। শিল্প আসেনি। তৃণমূলের ইস্তেহারে বলা হয়েছে ক্ষমতায় ফিরলে বাড়ানো হবে কৃষকবন্ধু প্রকল্পের ভাতা। বলেন, কৃষকবন্ধু প্রকল্পে বাড়ছে আর্থিক সাহায্য। এখন ১ কাঠা থেকে ১ একর পর্যন্ত জমিতে কৃষকরা বার্ষিক ১০ হাজার টাকা আর্থিক অনুদান পাবেন। ভোটের আগে তৃণমূল সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। সেকথা মাথায় রেখে, তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায় ফিরলে বছরে চারমাস করে এই কর্মসূচি চালানো হবে। আরও পড়ুন-WB Assembly Elections 2021: বিজেপির প্রার্থীপদ প্রত্যাখ্যান করেছেন, শিখা মিত্রকে ধন্যবাদ সোনিয়ার

মমতা বলেন, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড,  বিধবা ভাতা সংক্রান্ত একগুচ্ছ প্রতিশ্রুতি জায়গা পেয়েছে এই ইস্তেহারে। বলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনা হবে। ১০ লাখ ক্রেডিট লিমিট, ৪ শতাংশ সুদে। মে মাস থেকে বিধবা ভাতা বেড়ে মাসিক ১ হাজার টাকা হবে। বছরে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা। ১০ বছরে ১১০ শতাংশ কাজ করেছি।



@endif