Close
Advertisement
 
বুধবার, ডিসেম্বর 25, 2024
সর্বশেষ গল্প
25 minutes ago

Shocking Animal Cruelty Caught On Camera: মর্মান্তিক! গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মার হস্তিনী

ভাইরাল Sarmita Bhattacharjee | Feb 23, 2021 12:59 PM IST
A+
A-

মনুষ্যত্বহীনতা, নিষ্ঠুরতা মানুষকে যে কতটা 'নীচ' করে তুলছে, তা দিনকে দিন যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। অবলা প্রাণীদের উপর অত্যাচারের মাত্রা বাড়ছে যেন দিনকে দিন,এবার ঘটনাস্থল তামিলনাড়ুর কোয়েম্বাটুর। হস্তিনীকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মার দুই মাহুতের। নির্মম এই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মাহুতের নির্দেশ মত চলেনি হস্তিনীটি, এটাই তার 'অপরাধ'; আর যার চরম মূল্য চোকাতে হল তাকে। ব্যাথায়-যন্ত্রনায় চিৎকার করলেও সেই আওয়াজ হয়তো পৌঁছয়নি মাহুতদের কানে, ক্রমাগত হাতিটিকে মারতে থাকে তারা। তামিলনাড়ুর থেক্কাপপট্টির শ্রীভিল্লিপুথুরের অন্ডাল মন্দিরে আয়োজিত একটি শিবিরে আনা হয়েছিল ১৯ বছরের এই হস্তিনীটিকে। টানা ২মাস ধরে চলা এই শিবিরে তামিলনাড়ু এবং পণ্ডিচেরীর বিভিন্ন মন্দির এবং মঠ থেকে ২৬টি হাতিকে আনা হয়েছিল।৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই শিবির, চলবে আগামী ২ মাস পর্যন্ত। অভিযুক্ত দুই মাহুতের নাম ভিনিল কুমার এবং তার সহকারী শিবপ্রসাদ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ২ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

RELATED VIDEOS