Met Gala-য় অ্যালেকজান্দ্রিয়া ঝড়, ভাইরাল ছবি

করের তালিকায় নিয়ে আসুন ধনীদের। ডেমোক্র্যাট সদস্য়দের গাউনে যেভাবে ধনীদের উপর কর চাপানো নিয়ে বিতর্ক শুরু হয়, তার আঁচ পড়ে গোটা বিশ্ব জুড়ে। অ্যালেকজান্দ্রিয়ার ভিডিয়ো ভাইরালও হয়ে যায় সামাজিক মাধ্যমে।

ডেমোক্র্যাট সদস্য অ্যালেকজান্দ্রিয়া ওকাসিওকে একটি সাদা রঙের গাউন পরতে দেখা যায় মেট গালার রেড কার্পেটে। ওই সাদা রঙের গাউনের পিছনে লাল কালিতে বড় বড় হরপে লেখা 'ট্যাক্স দ্য় রিচ'। যা দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় প্রায় গোটা বিশ্বের।