Power Bank Rental Service: মোবাইলের চার্জ শেষ হলেও চিন্তা নেই, এবার পাওয়ার ব্যাঙ্ক ভাড়া দিচ্ছে এই সংস্থা

আপনি কি প্রচুর স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেন? আর সেই কারণে মোবাইলেন চার্জ কমে যাওয়া নিয়ে প্রায়ই সমস্যাতে পড়তে হয়? মোবাইলের চার্জার ছাড়াই বেড়াতে চলে গেছে, ওখানে গিয়ে সমস্যা পড়েছেন? তবে এবার আর আপনাকে মোবাইলের চার্জ নিয়ে সমস্যায় পড়তে হবে না। কারণ এবার সহজেই আপনি সামান্য টাকা খরচ করে ভাড়া নিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক (Power Bank)। জাস্টডায়েল (JustDial) লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা রমনী আইয়ার (Ramani Iyer) একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যার নাম Spykke। এই সংস্থা দেশের নানা শহরে বাণিজ্যিক পাওয়ার ব্যাঙ্ক চার্জিং স্টেশন চালু করেছে।

পাওয়ার ব্যাঙ্ক (Photo: Pixabay)

আপনি কি প্রচুর স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেন? আর সেই কারণে মোবাইলেন চার্জ কমে যাওয়া নিয়ে প্রায়ই সমস্যাতে পড়তে হয়? মোবাইলের চার্জার ছাড়াই বেড়াতে চলে গেছে, ওখানে গিয়ে সমস্যা পড়েছেন? তবে এবার আর আপনাকে মোবাইলের চার্জ নিয়ে সমস্যায় পড়তে হবে না। কারণ এবার সহজেই আপনি সামান্য টাকা খরচ করে ভাড়া নিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক (Power Bank)। জাস্টডায়েল (JustDial) লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা রমনী আইয়ার (Ramani Iyer) একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যার নাম Spykke। এই সংস্থা দেশের নানা শহরে বাণিজ্যিক পাওয়ার ব্যাঙ্ক চার্জিং স্টেশন চালু করেছে।

এখনও পর্যন্ত এই সংস্থায় ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং চার্জিং স্টেশন তৈরি সহ অন্য পরিকাঠামো নির্মাণের জন্য আরও ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। সংস্থাটি এ পর্যন্ত ভারতের ১১টি শহরে ৮ হাজার লোকেশনে বাণিজ্যিক পাওয়ার ব্যাঙ্ক চার্জিং স্টেশন চালু করেছে। বর্তমানে বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি-এনসিআর, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, কোয়ম্বাটোর, চন্ডীগড়, লখনউ, জয়পুর এবং পুনেতে এই পরিষেবা পাওয়া যাচ্ছে। আগামীদিনে আরও কয়েকটি শহর যুক্ত হবে। আরও পড়ুন: Redmi Note 10 Series launched: আকর্ষণীয় অফারে ভারতের বাজারে এল Redmi Note 10 সিরিজের নয়া ফোন

কীভাবে কাজ করবে এই সংস্থা?

যদি আপনি দেখেন মোবাইলের চার্জ কমে গেছে, আর সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক আনেননি, তবে এই সংস্থার যে কোনও পার্টনার আউটলেটে গিয়ে আপনি টাকা দিয়ে পাওয়ার ব্যাঙ্ক ভাড়া নিতে পারবেন ঘণ্টার হিসাবে। এরপর আপনি সেখান থেকে চলে যেতে পারে। তবে চার্জ হয়ে গেলে আপনাকে আবারও সেই পাওয়ার ব্যাঙ্ক কাছাকাছি থাকা কোনও আউটলেটে গিয়ে জমা দিতে হবে। পাওয়ার ব্যাঙ্ক জমা না দিলে বা পাওয়ার ব্যাঙ্কের ক্ষতি হলে তার দায় উপভোক্তাকেই নিতে হবে। আর এর জন্য জরিমানা দিতে হবে। পরিষেবাটি মেট্রো স্টেশন, মল, বিমানবন্দর, রেল স্টেশন, কর্পোরেট অফিস, টেক-পার্ক, হোটেল, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ইউজার চার্জ ২০ টাকা প্রতি ঘণ্টা। তবে আনলিমিটেড সাবস্ক্রিপশন মিলবে ১ হাজার ৯৯৯ টাকাতে। ক্যাফে কফি ডে, টনি অ্যান্ড গাই, পিভিআর ইত্যাদির মতো রিটেল আউটলেটে পাওয়া যাবে পাওয়ার ব্যাঙ্ক।