InMobi Layoff: অব্যাহত ছাঁটাই, কাজ হারাচ্ছেন ইনমোবি-র বহু কর্মী

ইনমোবি-তে এই মুহূর্তে কর্মরত রয়েছেন ২,৬০০ জন কর্মী। যাদের মধ্যে ৫০-৭০ জন কর্মীকে খারাপ পারফর্মেন্স হওয়ার দরুন ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

InMobi (Photo Credits: Facebook)

কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত দেশ বিদেশের নামী দামী সংস্থা গুলোতে। সুইগি (Swiggy), ওলা (Ola), স্পটিফাই (Spotify), অ্যামাজন (Amazon), মেটা (Meta), টুইটার (Twitter) প্রমুখ সংস্থার পর এবার কর্মী ছাঁটাইয়ের পথে ইনমোবি (InMobi Layoff)। ভারতের প্রথম মোবাইল বিজ্ঞাপন প্রযুক্তি সংস্থা ইনমোবি (InMobi) চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার অফিস রয়েছে বেঙ্গালুরুতে।

ভারতের প্রথম ইউনিকর্ন স্টার্ট আপ সংস্থা ইনমোবি কর্মীদের খারাপ পারফর্মেন্সের জন্যেই কর্মী ছাঁটাইয়ের (InMobi Layoff) সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে ইনমোবির পাশাপাশি গ্ল্যান্সেও কর্মী ছাঁটাই হতে চলেছে। গ্ল্যান্সের পেরেন্ট সংস্থা হল ইনমোবি। ইনমোবি-তে এই মুহূর্তে কর্মরত রয়েছেন ২,৬০০ জন কর্মী। যাদের মধ্যে ৫০-৭০ জন কর্মীকে খারাপ পারফর্মেন্স হওয়ার দরুন ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

আরও পড়ুনঃ খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে স্পটিফাই, ফেব্রুয়ারির আগেই শুরু ছাঁটাই অভিযান

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইনমোবি (InMobi) তার কর্মীদের বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়ন করে তবেই চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে সংস্থার দাবি এই ছাঁটাই তাঁদের বার্ষিক প্রক্রিয়ার অংশ। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি ইনমোবি এও জানিয়েছে, সংস্থার কর্মীদের নতুন বছরের বেতন বাড়ানোর প্রক্রিয়াও বাতিল করা হয়েছে।