Cyber Attack: হ্যাকাররা অত্যাধুনিক হওয়ার কারণেই বাড়ছে সাইবার হামলার ঘটনা!
হ্যাকাররা অত্যাধুনিক হয়ে ওঠার কারণেই ক্রমশ বাড়ছে সাইবার হামলার ঘটনা। একথা জানালেন সিআইএসকোর এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিকিউরিটি অ্যান্ড কোলাবোরেশনের জেনারেল ম্যানেজার জিতু প্যাটেল।
মেলবোর্ন: হ্যাকাররা (hackers) অত্যাধুনিক (sophisticated) হয়ে ওঠার কারণেই ক্রমশ বাড়ছে (grow) সাইবার হামলার (Cyber attacks) ঘটনা। একথা জানালেন সিআইএসকোর (Cisco) এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (executive vice president) ও সিকিউরিটি (Security) অ্যান্ড কোলাবোরেশনের (Collaboration) জেনারেল ম্যানেজার জিতু প্যাটেল।
সম্প্রতি সংবাদ সংস্থা আইএনএস(IANS)-কে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানান, পাঁচ থেকে সাত বছর আগে সাইবার হামলার যত ঘটনা ঘটত তার থেকে অনেক বেশি ঘটে আজকের সময়। আসলে হ্যাকাররা বর্তমানে এত অত্যাধুনিক জিনিস ও প্রযুক্তির ব্যবহার করছে যার ফলে বৃদ্ধি পেয়েছে এই ধরনের ঘটনা। পাশাপাশি টেকনোলজির ব্যবহার কিছু ক্ষেত্রে এত জটিল হয়ে পড়েছে যে ব্যবহারকারীরা অনেক সময় ভুল করে ফেলেন। যার ফলে সুবিধা হয়েছে হ্যাকারদের। এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সহজ করার মাধ্যমে আমরা আমাদের কাজ করার চেষ্টা করছি। যাতে ব্যবহারকারীর পক্ষে সুবিধা হয়। এর ফলে তাঁদের ভুল কম হলে সমস্যা হবে হ্যাকারদের। আসলে হ্যাকারদের ক্ষেত্রে একবার ঠিক কাজটা করতে পারলেও পোয়াবারো। কিন্তু, ব্যবহারকারীদের প্রতিটি পদক্ষেপ ঠিক করে ফেলতে হবে। না হলেই সমস্যায় পড়বেন তাঁরা। আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রের সকল সরকারী কর্মচারীদের ফোনে নিষিদ্ধ হল টিকটক অ্যাপ,ধ্বনি ভোটে বিল পাশ মার্কিন সেনেটে
এপ্রসঙ্গে জিতু প্যাটেল আরও জানান, বর্তমানে সাইবার হামলার ঘটনা রুখতে গেলে নিরাপত্তার বিষয়টি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। পুরো সিস্টেমের বিষয়ে দরকারে ব্যবহারকারীদেরও প্রশিক্ষণ দিতে হবে। সাইবার হামলার বিষয়টি অত্যাধুনিক হওয়ার কারণেই এই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। আরও পড়ুন: Tweet Character Increase: ২৮০ নয়, এবার থেকে চার হাজার শব্দ টুইটারে ! খবরের সত্যতা স্বীকার ইলন মাস্কের