Sourav Ganguly: প্রিয় দাদার সঙ্গে বিরাট দ্বন্দ্ব, সৌরভ না কোহলি কে ঠিক, কে ভুল

যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না- অনেকটা এরকম পরিস্থিতি ভারতীয় ক্রিকেটে। একজন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী, নতুন সুর্যোদয় তাঁর হাত ধরেই হয়েছিল।

Sourav Ganguly, Virat Kohli. (Photo Credits: IANS / Getty Images)

মুম্বই, ১৫ ডিসেম্বর: যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না- অনেকটা এরকম পরিস্থিতি ভারতীয় ক্রিকেটে (Indian Cricket)। একজন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী, নতুন সুর্যোদয় তাঁর হাত ধরেই হয়েছিল। সামনে থেকে চোখে চোখ রেখে লড়াই করা কাকে বলে দেখিয়ে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে। তিনি এখন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর অন্যজন ভারতীয় ক্রিকেটের বর্তমান টেস্ট অধিনায়ক তথা গ্রেট ব্যাটার।

লড়াইটা কার্যত এই দুই মহারথীর। কিন্তু আসল ঘটনা কি ? আজ দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে বোমা ফাটিয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণার দেড় ঘণ্টা আগে তাঁকে নির্বাচকরা জানান যে তিনি আর একদিনের দলের অধিনায়ক থাকছেন না। তার আগে তাঁর সঙ্গে কোনও কথা বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়নি। কোনও যোগাযোগও করা হয়নি। আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে খেলছেন তিনি, জানালেন বিরাট কোহলি

আবার সৌরভ সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন,‘বিসিসিআই এবং নির্বাচকরা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্য বিরাটকে অনুরোধ করেছিল বিসিসিআই। কিন্তু ও সেটায় রাজি হয়নি। সেই পরিস্থিতিতে সাদা বলের দুটি ফর্ম্যাটে দু'জন ভিন্ন অধিনায়ক রাখাটা ঠিক হবে বলে মনে করেননি নির্বাচকরা।’

সঙ্গে সৌরভ যোগ করেন, ‘তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে টেস্ট দলের অধিনায়ক থাকবেন বিরাট। সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করবেন রোহিত। বিসিসিআইয়ের সভাপতি হিসেবে আমি নিজে বিরাটের সঙ্গে কথা বলেছি। নির্বাচক প্রধানও তাঁর সঙ্গে কথা বলেছেন।’

কিন্তু সত্যি কোনটা? যা চলছে এটা ভারতীয় ক্রিকেটের জন্য কিন্তু ভালো বিজ্ঞাপন নয়। এবার কিন্তু বিরাট কেহলি দলের ক্রিকেটারদের কাছে কতটা রিচেবল, সিনিয়ার ক্রিকেটারদের অভিযোগ সবই সামনে আসলে অবাক হওয়ার থাকবে না। কারণ, রেকর্ড বলছে বিরাটের হাতে আইসিসি ট্রফি নেই। তাই সাদা বলের ক্রিকেটে ট্রফির খরা কাটাতে বদল যে অবশ্যম্ভাবী।

সেখানে বোর্ড যে বড় পদক্ষেপ নেবেই এটাই স্বাভাবিক। তা বলে প্রকাশ্যে নানা মন্তব্য একেবারেই কাম্য কি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে সৌরভের ভাবমূর্তী কিন্তু স্বচ্ছ। ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের হাওয়া তাঁর হাত ধরেই এসেছে। আবার আগামীকে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়ার কথা বললে সৌরভের পদক্ষেপ অনেক ক্ষেত্রেই প্রশংসনীয়। তাই অযথা কাদা ছোঁড়াছুঁড়ি না করে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই কাম্য।