India at the 2024 Summer Olympics: প্যারিস অলিম্পিকে কতগুলো পদক জিততে পারে ভারত, নজর রাখুন যাদের ওপর

এবার অলিম্পিকে ভারতের মোট ১১৭ জন ক্রীড়াবিদ। কুস্তি, ব্যাডমিন্টন, বক্সিং, শ্যুটিং সহ মোট ১৭টি খেলায় অংশ নেবেন দেশের ৬৬ জন পুরুষ ও ৪৬ জন মহিলা অ্যাথলিট।

Team India in Olympics.(Photo Credits: X)

পার্থ প্রতিম চন্দ্র: আর মাত্র ক'টা দিনের অপেক্ষা। তারপর আগামী শুক্রবার থকে ফ্রান্সের রাজধানী প্যারিসে (Paris Olympics) শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস (Summer Olympics 2024)। প্যারিস গেমসে শ্য়ুটিং, ব্যাডমিন্টন, বক্সিং, কুস্তি, হকি থেকে এবার পদক আশা করছে ভারতীয় দল। পাশাপাশি তিরন্দাজি, ভারত্তোলন, জুডোয় ভাল ফলের আশা করছে ভারত। জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ে সোনা জেতার পর, এবারও একই রকম কিছু করে দেখাবেন তা নিয়ে আত্মবিশ্বাসী সবাই।

টেনিস, টেবিল টেনিস, রোয়িং, গল্ফ, ইকুস্ট্রিয়ানে-এ চমকপ্রদ কিছু হতে পারে বলে আশায় ভারতীয়রা। নীরজ চোপড়ার মত অ্যাথলটিক্সে এবার আরও কয়েকজন ভারতীয় পদক আনবেন বলে মনে করা হচ্ছে। ২০২০ প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দল ১টি সোনা, ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতেছিল। সেটাই ছিল পাঁচতারা খেলায় ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স। ভারতীয় ক্রীড়াবিদদের টোকিও-র ঐতিহাসিক সাফল্যকেও ছাড়িয়ে যাবে প্যারিসের পারফরম্যান্স এমনটাই আশা করছে ১৫০ কোটির দেশ। আরও পড়ুন-

অলিম্পিকের জন্য নীরজ চোপড়াদের সাড়ে ৮ কোটি টাকা দেবে বিসিসিআই, ঘোষণা জয় শাহর

টিম ইন্ডিয়ার অ্যাথলটিদের ফর্ম, পারফরম্যান্স, অতীত রেকর্ড বিচার করলে মনে হচ্ছে প্যারিস অলিম্পিকে ভারত ৯-১২টি পদক জিততে পারে। তার মধ্যে ৩টি সোনার পদক আসতে পারে।

আসুন দেখে নেওয়া যাক কোন খেলায় ভারতীয়দের পদক জয়ের সম্ভাবনা রয়েছে-

১) শ্যুটিং (৩টি পদকের সম্ভাবনা): কত বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য পাচ্ছে ভারত। ২০০৮ বেজিং অলিম্পিকে শ্য়ুটিংয়েই দেশের ইতিহাসের প্রথম সোনা এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা। এবারও পুরুষ, মহিলা, দলগত মিক্সড বিভাগে ভারতের বেশ কয়েকজন তারকা শ্যুটার রয়েছে। পুরুষদের শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে শরজত সিং, ৫০ মিটারে স্বপ্নিল কুসালে, ট্র্যাপে পৃথ্বীরাজ তোনদাইমান ভাল কিছু করতে পারেন। মহিলাদের বিভাগে পদক আনার বিষয়ে সেরা বাজি মানু বাখের (১০ ও ২৫ মিটার এয়ার পিস্তল)। শ্রেয়সী সিং, রামিতা জিন্দাল, ইশা সিং, রাজেশ্বরী কুমারীও ভাল কিছু করতে পারেন। মিক্সড বিভাগে ১০ মিটার এয়ার পিস্তলে মানু ভাখের-শারবজিত জিং পদক জিততে পারেন। সব মিলিয়ে শ্যুটিং থেকে ১টি সোনা সহ ৩টি পদক আশা করা যায়।

২) অ্যাথলেটিক্স (২টি পদকের সম্ভাবনা): জ্যাভলিন থ্রো-য়ে এবারও নীরজ চোপড়া সোনা জিতবেন তেমনটা বলছেন বিশেষজ্ঞরা। তবে এবার শুধু নীরজ নয় পুরুষদের অ্যাথলিট থেকে নিশ্চিতভাবে আরও একটা পদক আসতে পারে বলে মনে করা হচ্ছে। নজর রাখুন পুরুষদের শটপাট, মহিলাদের জ্যাভলিন, পুরুষদের ট্রিপল জাম্পে।

৩) কুস্তি (২টি পদকের সম্ভাবনা): অলিম্পিকে কুস্তিই ভারতের পদক জয়ের ব্যাপারে সেরা বাজি থাকে। এবার কুস্তিতে ব্রিজভূষণ সিংকে নিয়ে চলা বিতর্কের মাঝেও পদক আসতে পারে বলে মনে করা হচ্ছে। পদক জয়ের ব্যাপারে সেরা বাজি আনশু মালিক, অন্তিম পাঙ্গল, ও ভিনেশ ফোগাত। চমক দিতে পারেন নিশা দাহিয়া, আমান সেহরাওয়াত।

৪) ব্যাডমিন্টন (১টি পদকের সম্ভাবনা): গত দুটি অলিম্পিকে পদক জিতে নজির গড়া পিভি সিন্ধু-র এবার ফর্ম তেমন নেই। কিন্তু অলিম্পিক এলে সিন্ধু বদলে যান। এই একটা বিষয়ে অনেকে বলছেন অলিম্পিকে হ্যাটট্রিক পদকটা প্যারিসে পাবেন সিন্ধু। তবে ব্যাডমিন্টন কোর্ট থেকে প্য়ারিস অলিম্পিকে ভারতের পদক জয়ের সেরা বাজি সিন্ধু নন, বরং পুরুষদের ডবলসে সাত্যকি সাইরাজ ও চিরাগ শেট্টি। পুরুষদের সিঙ্গলসে এইচএস প্রণয় ও লক্ষ্য সেন রয়েছেন। লক্ষ্য নিশ্চিতবাবেই ডার্ক হর্স।

৫) তিরন্দাজি (১টি পদকের সম্ভাবনা): ভারতে বিশ্বজয়ী তিরন্দাজের সংখ্যা কম নেই, কিন্তু কখনও কোনবার অলিম্পিক তিরন্দাজিতে পদক জেতেনি ভারত। গত বেশ কয়েকটি অলিম্পিকে তিরন্দাজিতে দারুণ দল পাঠিয়েও বারবার ব্যর্থ হয়েছে ভারত। দোলা ব্যানার্জি থেকে দীপিকা কুমারী, অতনু দাসরা বিশ্বকাপ সহ বিশ্বঞ্চের সেরা জায়গায় সোনা পেলেও অলিম্পিকে ব্যর্থ হয়েছেন। তবে এবার দীপিকারা পদক আনতে পারেন, এমনটা মনে করা হচ্ছে। পুরুষ ও মহিলাদের তিরন্দাজির দলগত বিভাগ ও মহিলাদের ব্যক্তিগত বিভাগ থেকে পদক আসার আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া এই খেলায় অপরাজেয়। দেখা যাক, গত কয়েক বারের ব্যর্থতা মুছে তিরন্দাজিতে পদকের লক্ষ্যভেদ প্যারিসে করতে পারে কি না দীপিকা কুমারীরা।

৬) বক্সিং (১টি পদকের সম্ভাবনা): বক্সিং রিংয়ে গত বেশ কয়েকটি অলিম্পিকে ভাল দল পাঠাচ্ছে ভারত। বিশ্বমঞ্চে দারুণ ফল করা ভারতীয় বক্সারের সংখ্যা অনেক। কিন্তু বিজেন্দর সিং, মেরী কম, লোভলিনা বোরগোহাইন ছাড়া পাঁচতারা খেলায় বক্সিংয়ে ভারতের ফল কিছুটা হতাশার বলা চলে। এবার প্যারিসে ভারতের মোট ৬ জন বক্সার অংশ নেবেন। চারজন মহিলা ও দুই পুরু, বক্সার। পদকের সেরা বাজি নিখাত জারিন (মহিলাদের ৫০ কেজি), প্রীতি পাওয়ার (মহিলাদের ৫৪ কেজি) ও অমিত পাঙ্গল (পুরুষদের ৫১ কেজি)। মহিলাদের ৭৫ কেজিতে লড়বেন অসমের তারকা বক্সার লোভলিনা।

৭) হকি (১টি পদকের সম্ভাবনা): পুরুষদের হকিতে গতবার ভারত পদক জিতে দীর্ঘ বেশ কয়েক বছরের খরা কাটিয়েছিল। এবার প্যারিস গেমসের আগে ভারতীয় হকি দল খুব ভাল ফর্মে নেই। তবে দলটা দারুণ। প্যারিসে পুরুষদের হকিতে ১২টি দেশকে দুটি গ্রুপে ভাগ করে শুরু হবে খেলা। ভারত আছে গ্রুপ বি-তে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউ জিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে। গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠলে। গ্রুপে প্রথম দুটি স্থানের মধ্যে থাকতে পারলে সেমিফাইনালে ওঠার কাজটা সহজ হবে ভারতের। মহিলাদের হকিতে গতবারের সেমিফাইনালিস্ট ভারত এবার যোগ্যতাঅর্জন করতে পারেনি। তবে পুরুদের হকিতে এবারও পদক আসবে বলে অনেকের আশা।

৮) টেনিস (১টি পদকের সম্ভাবনা): সানিয়া মির্জা এবার আর নেই। তাই এবার মহিলাদের টেনিসে ভারতের কেউ নেই। তবে পুরুষদের টেনিসের সিঙ্গলসে আছেন দারুণ ফর্মে থাকা সুমিত নাগাল। ডবলসে রোহন বোপান্নার সঙ্গে থাকছেন শ্রীরাম বালাজি। পদক জয়ের একটা আশা রয়েছে সুমিত, রোহনদের কাছ থেকে। যদিও ১৯৯৬ আটলান্টা অলিম্পিকের সিঙ্গলসে লিয়েন্ডার পেজের ঐতিহাসিক ব্রোঞ্জের পর এই খেলায় সেটাই ছিল এখনও পর্যন্ত প্রথম ও শেষ পদক।

৯) ভারত্তোলন (১টি পদকের সম্ভাবনা) : ভার তোলার কঠিন খেলায় ভারতের একমাত্র প্রতিনিদি সাইখম মীরাবাঈ চানু। বিশ্বজয়ী চানু গতবার টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন। এবার তাঁর কাছে পদকের রঙটা আরও উজ্জ্বল করার সুযোগ।

এ ছাড়াও অঘটনের আশা রয়েছে:

তুলিকা মান (জুডো), অদিতি অশোক (গল্ফ), অচিন্ত শরত কমল (টিটি), বলরাজ পানওয়ার (রোয়িং)-এর থেকে ভাল পারফরম্যান্সের আশা রয়েছে।

সাঁতার, সেলিং, ইকুয়েস্ট্রিয়ান থেকে পদকের আশা নেই।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now