Chelsea vs Arsenal, Premier League 2019–20 Free Live Streaming: প্রেমিয়র লীগে আজ মুখোমুখি চেলসি বনাম আর্সেনাল, এক ক্লিকে জেনে নিন কখন, কীভাবে দেখবেন এই ম্যাচের লাইভ সম্প্রচার

প্রিমিয়ার লীগ 2019-20 ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে চেলসি বনাম আর্সেনাল (Chelsea vs Arsenal)। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিরুদ্ধে মাঠে নামছে তাঁরা। এর আগে চেলসি নিউক্যাসল ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরেছিল। ২৩টি খেলা থেকে ৩৯ পয়েন্ট নিয়ে দ্য ব্লুজ বর্তমানে স্থায়ীভাবে চতুর্থ স্থানে রয়েছে। এদিকে, ২৯ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে রয়েছে আর্সেনাল।

চেলসি বনাম আর্সেনাল(Photo Credits: Getty Images)

Chelsea vs Arsenal, Premier League 2019-20 Free Online Live Streaming & Live Telecast: প্রিমিয়ার লীগ 2019-20 ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে চেলসি বনাম আর্সেনাল (Chelsea vs Arsenal)। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিরুদ্ধে মাঠে নামছে তাঁরা। এর আগে চেলসি নিউক্যাসল ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরেছিল। ২৩টি খেলা থেকে ৩৯ পয়েন্ট নিয়ে দ্য ব্লুজ বর্তমানে স্থায়ীভাবে চতুর্থ স্থানে রয়েছে। এদিকে, ২৯ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে রয়েছে আর্সেনাল।

এর আগে ইংলিশ প্রেমিয়র লীগে (Premier League 2019–20) ১৭৯ তম লন্ডন ডার্বিতে মুখোমুখি হয় দুই জায়ান্ট আর্সেনাল (Arsenal) আর চেলসি (Chelsea)। এমিরেটস স্টেডিয়ামে (Emirates Stadium) ম্যাচটি অনুষ্ঠিত হয় ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়। চেলসি - আর্সেনাল ম্যাচ মানেই যেন টানটান উত্তেজনা আর রোমাঞ্চ। এবার স্ট্যামফোর্ড ব্রিজে হচ্ছে ম্যাচ। আরও পড়ুন: Arsenal vs Chelsea, Premier League 2019–20 Free Live Streaming: ইংলিশ প্রেমিয়র লীগে আজ আর্সেনাল বনাম চেলসি, এক ক্লিকে জেনে নিন কখন, কীভাবে দেখবেন এই ম্যাচের সম্প্রচার

ম্যাচের দিনক্ষণ থেকে খেলার মাঠের হদিশ

আজ ২২ জানুয়ারি বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হচ্ছে চেলসি-আর্সেনাল। রাত ১টা ৪৫ থেকে ম্যাচ।

ভারতের কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ?

এই ম্যাচের আনুষ্ঠানিক সম্প্রচারক স্টার স্পোর্টস। ফলে স্টার স্পোর্টসের সমস্ত চ্যানেলেই দেখা যাবে ম্যাচ।

কোথায় অনলাইনে দেখতে পাবেন ম্যাচ?

অনলাইনে ম্যাচ দেখার কোনও সুযোগ নেই। কিন্তু আপনি লেটেস্টলির সাইটে নজর রাখলেই জানতে পারবেন ম্যাচের আপডেট।



@endif