Sudhir Naik Died: ৭৮ বছর বয়সে মহাপ্রয়াণ ঘটল ভারতের তথা মুম্বাইয়ের কিংবদন্তি ক্রিকেটার সুধীর নায়েকের
২০০৫ সাল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করেন। ওয়াংখেড়েতে ২০১১ বিশ্বকাপের ফাইনালের জন্য পিচ প্রস্তুত করেছিলেন যেখানে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল
মুম্বই, ৬ এপ্রিল: প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুধীর নায়েক। বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গত ২৪ মার্চ নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় নায়েককে। তার পর থেকে হাসপাতালেই ছিলেন তিনি। ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান সুধীর নায়েক ১৯৭৪ সালে ভারতের হয়ে তিনটি টেস্ট ও দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে, দীর্ঘ সময় মুম্বাই ক্রিকেটের দায়িত্ব পালন করেন। ১৯৭০-৭১ মরসুমে অপ্রত্যাশিতভাবে রঞ্জি ট্রফির শিরোপা জয়ে নেতৃত্ব দেন তিনি। First Female Umpire: প্রথম মহিলা আম্পায়ার হিসেবে পুরুষদের টি-২০ ম্যাচে আম্পায়ারিং করলেন নিউজিল্যান্ডের কিম কটন
অবসর গ্রহণের পর, সুধীর নায়েক তার নিজের জাতীয় ক্রিকেট ক্লাবে একজন সফল কোচ হয়ে ওঠেন, জহির খান, ওয়াসিম জাফর, রাজেশ পাওয়ার এবং পারস মহাম্ব্রের মতো খেলোয়াড়দের কেরিয়ার গঠন করেন তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রধান কিউরেটর ছিলেন সুধীর নায়েক। ১৯৪৫ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া নায়ার সেই ক্রিকেটারদের একজন, যারা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেও আন্তর্জাতিক মঞ্চে দীর্ঘ কেরিয়ার গড়তে পারেননি। ১৯৭৪ সালে এজবাস্টনে অনুষ্ঠিত ইংল্যান্ড সফরের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক ঘটে। দ্বিতীয় ইনিংসে ৭৭ রান করেন তিনি। এটি তার একমাত্র অর্ধ-শতক এবং সর্বোচ্চ স্কোর।
১৯৭৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেন্স টেস্টে অংশ নেন তিনি। ঐ টেস্টে তার সংগ্রহ ছিল ১৪১ রান। নায়েককে ইংল্যান্ডে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে প্রথম চার মারার কৃতিত্ব দেওয়া হয়। তিনি সুনীল গাভাস্কারের সাথে ২৯ বলে ১৮ রান করেছিলেন। ২০০৫ সাল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করেন। ওয়াংখেড়েতে ২০১১ বিশ্বকাপের ফাইনালের জন্য পিচ প্রস্তুত করেছিলেন যেখানে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। বিসিসিআইয়ের ওয়েস্ট-জোনে বহু বছর মাঠ ও পিচ কমিটির ইনচার্জ ছিলেন।