IPL 2020 Player Auction Live Streaming Online: আজ দুপুর সাড়ে তিনটেয় কলকাতায় বসছে IPL-এর নিলাম আসর, কোথায় দেখবেন লাইভ? জেনে নিন এক ক্লিকে

প্রথমবার কলকাতায় (Kolkata) বসছে IPL-এর নিলাম আসর। বাইপাশের ধারে পাঁচতারা হোটেলে তাই কড়া নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে, এবারের নিলামে বাংলা থেকে লড়াইয়ে থাকছেন ৬৪ জন ক্রিকেটার। এই তালিকায় অনেক অনামী মুখের সঙ্গে থাকছে বাংলার (West Bengal) কিছু চেনা মুখও। সাসপেন্স আর মাত্র কয়েক ঘণ্টার। দুপুর সাড়ে তিনটে থেকেই শুরু হয়ে যাবে বহুল প্রতিক্ষিত নিলাম আসর।

আইপিএল ট্রফি (Photo Credits: IANS)

কলকাতা, ১৯ ডিসেম্বর: প্রথমবার কলকাতায় (Kolkata) বসছে IPL-এর নিলাম আসর। বাইপাশের ধারে পাঁচতারা হোটেলে তাই কড়া নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে, এবারের নিলামে বাংলা থেকে লড়াইয়ে থাকছেন ৬৪ জন ক্রিকেটার। এই তালিকায় অনেক অনামী মুখের সঙ্গে থাকছে বাংলার (West Bengal) কিছু চেনা মুখও। সাসপেন্স আর মাত্র কয়েক ঘণ্টার। দুপুর সাড়ে তিনটে থেকেই শুরু হয়ে যাবে বহুল প্রতিক্ষিত নিলাম আসর।

এবার মোট ৩৩২ জন ক্রিকেটার (Cricketer) নিলামে উঠেছেন। যারমধ্যে ভারত (India) থেকে নাম রয়েছে ১৮৬ জনের। অস্ট্রেলিয়ার ৩৫ জন, দক্ষিণ আফ্রিকার ২৩ জন, ইংল্যান্ডের ২২ জন, ওয়েস্ট ইন্ডিজের ১৯ জন, নিউ জিল্যান্ডের ১৮জন, শ্রীলঙ্কার ১৪ জন, আফগানিস্তানের ৭ জন এবং বাংলাদেশের ৫ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলাম তালিকায়। জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সর্বাধিক ২৭ কোটি ৯০ লক্ষ টাকা খরচ করতে পারবে। এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে জায়গা আছে ১২ জনের। যার মধ্যে ৬টি স্থান বিদেশিদের। অন্যদিকে, ২৭ কোটি ৮৫ লক্ষ টাকা সর্বাধিক খরচ করতে পারবে দিল্লি ক্যাপিট্যালস। ১১ জনের মধ্যে পাঁচ জন বিদেশি ক্রিকেটার তারা নিতে পারবে। রাজস্থান রয়্যালস ২৮ কোটি ৯লক্ষ টাকা খরচ করতে পারবে। চেন্নাই সুপার কিংস পারবে ১৪ কোটি ৬ লক্ষ টাকা খরচ করতে। মুম্বই ইন্ডিয়ান্সের বাজেট ১৩.৫ কোটি। কিংস ইলেভন পঞ্জাবের বাজেট ৪২.৭ কোটি। সানরাইজার্স হায়দরাবাদের বাজেট ১৭ কোটি টাকা। কলকাতা নাইট রাইডার্সের বাজেত ৩৫.৬৫ কোটি। উল্লেখ্য, বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন যেমন আছেন, তেমনই বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারির নামও আছে তালিকায়। আছেন অভিজ্ঞ পেসার অশোক দিন্দাও। কোন টেলিভিশন চ্যানেলে দেখবেন আইপিএল-এর নিলাম আসর? কোথায়ই বা দেখা যাবে বিনামূল্যে লাইভ টেলিকাস্ট? লেটেস্টলি দিচ্ছে তারই হদিশ। আরও পড়ুন: Ranji Trophy 2019-20: অভিষেক রমনের সেঞ্চুরিতে ভর করে কেরালার বিরুদ্ধে ম্যাচে ফিরল বাংলা

IPL ২০২০-এর দিনক্ষণ

আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার কলকাতায় বসছে আইপি এলের নিলাম আসর। দুপুর সাড়ে তিনটে থেকেই শুরু হয়ে যাবে এই অনুষ্ঠান। যদিও টিভি চ্যানেলগুলি দুপুর আড়াইটে থেকেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে শুরু করবে বলে জানা গিয়েছে।

ভারতের কোন কোন চ্যানেলে দেখা যাবে আইপিএলের সরাসরি সম্প্রচার?

IPL ২০২০-এর অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এছাড়াও সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দি/এইচডি এবং স্টার স্পোর্টস ১/এইচডি-তে। স্পোর্টস নেটওয়ার্কের সমস্ত রিজিওনাল চ্যানেলগুলিতেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।

IPL ২০২০-এর অনলাইনে লাইভ কোথায় দেখা যাবে?

স্টার স্পোর্টস আইপিএল ২০২০-এর নিলাম অনুষ্ঠানের অফিশিয়াল ব্রডকাস্টার। তাই হটস্টার মোবাইল অ্যাপে অনলাইন লাইভ স্ট্রিমিং দেখা যাবে। এছাড়া জিও ব্যবহারকারীদের জন্যও হটস্টার আইপিএল ২০২০-এর নিলাম অনুষ্ঠান বিনামূল্যে অনলাইনে দেখার সুযোগ করে দেবে।



@endif