India Lose in Women’s T20I Tri-Series 2020: ব্রিটিশদের কাছে ৪ উইকেটে হার শিকার ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনীর
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে অস্ট্রেলিয়ার মাটিতে (Australia) ত্রিদেশীয় টি-২০ সিরিজে নিজেদের যাচাই করার লড়াইটা ছিল কড়া চ্যালেঞ্জের। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে (India Lose)। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাল্টা রাউন্ডের ম্যাচেও ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হার শিকার করল ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনী।
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে অস্ট্রেলিয়ার মাটিতে (Australia) ত্রিদেশীয় টি-২০ সিরিজে নিজেদের যাচাই করার লড়াইটা ছিল কড়া চ্যালেঞ্জের। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে (India Lose)। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাল্টা রাউন্ডের ম্যাচেও ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হার শিকার করল ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনী।
এদিন ব্যাট করতে নেমে প্রথম থেকেই স্বস্তিতে ছিল না ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women cricket Team)। মেলবোর্নের (Melbourn) জাংশন ওভালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। প্রাথমিক ধাক্কা সামলে স্মৃতি মন্ধনা ও জেমিমা রডরিগেজ ভারতকে শক্ত ভিতে বসিয়ে দিলেও বড় রানের ইমারত গড়তে ব্যর্থ হয় ভারতীয় দল। মন্ধনা ও রডরিগেজ আউট হওয়ার পরেই চাপে পড়ে যায় ভারত। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময় ১২৩ রানে আটকে যায় হরমনপ্রীতদের (Harmanpreet Kaur) ইনিংস। অর্থাৎ ৪ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের দিকে পা বাড়ায় ইংল্যান্ডের মেয়েরা। ওপেনার শেফালী বর্মা একটি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৮ রান করে বোল্ড হন। মন্ধনা ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরে যান। তিনি ৪৫ রানের মাথায় আউট হয়ে বসেন। ৪০ বলের ইনিংসে স্মৃতি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। জেমিমা ক্রিজ ছাড়েন ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২৩ রান করে।ক্যাপ্টেন হরমনপ্রীত ২৩ বলে ১৪ রানের ধীর ইনিংস খেলে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে বেদা কৃষ্ণমূর্তি ২ তানিয়া ভাটিয়া ৮ রান করেন। দীপ্তি শর্মা ৯ ও অরুন্ধতী রেড্ডি ৭ রান করে অপরাজিত থাকেন। আরও পড়ুন: India U19 vs Pakistan U19: পোচেফেস্টরুমে মুখোমুখি ভারত-পাক, টসে জিতে ব্যাটিং পাকিস্তানের
অ্যানা শ্রুবসোল ৩টি ও ক্যাথেরিন ব্রান্ট ২টি উইকেট (Wicket) দখল করেন। ১টি উইকেট নিয়েছেন ইক্লেস্টোন