IPL Auction 2025 Live

Asia Cup 2023 All Squads: ঘোষিত সব এশিয়া কাপের দল! জেনে নিন, মহাদেশীয় আসরে যোগ দেবেন কারা?

আজ ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৩ এশিয়া কাপের আসর। পাকিস্তান ও শ্রীলঙ্কা জুড়ে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট

Asia Cup Trophy 2023 (Photo Credit: Pakistan Cricket/ X)

এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট ক্যালেন্ডারের অন্যতম অপেক্ষিত আসর। মাঠে আধিপত্য বিস্তারের লড়াইয়ের জন্য এশিয়া মহাদেশের সেরা দলগুলোকে এক জায়গায় নিয়ে আসে। এশিয়া কাপের সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো, এর মধ্য দিয়ে তৈরি হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও আবেগ। যেমন ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে সব সময়ই উন্মাদনা থাকে। আফগানিস্তান ও পাকিস্তানের মতো শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতাগুলো টুর্নামেন্টে বাড়তি উত্তেজনার আস্তরণ যোগ করে এবং প্রতিটি ম্যাচকে অবশ্যই দেখার মতো করে তোলে। আসন্ন ১৬তম আসরটি ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যাতে অংশগ্রহণকারী দলগুলোকে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের জন্য প্রস্তুত করা যায়। Asia Cup 2023, Opening Ceremony Live Streaming: এশিয়া কাপের তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন কারা? সরাসরি দেখবেন যেখানে

আজ ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৩ এশিয়া কাপের আসর। পাকিস্তান ও শ্রীলঙ্কা জুড়ে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আগামী ১৭ সেপ্টেম্বর (রবিবার) মহাদেশীয় কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল মোট ১৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বলে নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। বাকী সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ২০২৩ সালের আসরে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোর পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনালে সুপার ফোর পর্বের সেরা দুই দল খেলবে। পাকিস্তান প্রথম দল যারা তাদের দল ঘোষণা করেছে এবং বাবর আজমের দল ভারত ও নেপালের সাথে 'এ' গ্রুপে রয়েছে।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হারিস, শাদাব খান, মহম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সৌদ শাকিল, তৈয়ব তাহির (ট্র্যাভেলিং রিজার্ভ)।

শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসানাকা, দিমুথ করুনারত্নে, কুশল জেনিথ পেরেরা, কুশল মেন্ডিস (উপ-অধিনায়ক), চরিত আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মহেশ থিকশানা, ডুনিথ ওয়েলালেজ, মাথিশা পথিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্ত, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মধুশান।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাজ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, সঞ্জু স্যামসন (ট্র্যাভেলিং রিজার্ভ)।

বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শোরফুল ইসলাম, নাসুম আহমেদ, শাক মাহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান: হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, গুলবাদিন নায়েব, করিম জানাত, আবদুল রহমান, শরাফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, নূর আহমদ, সুলেমান সাফি, ফজলহাক ফারুকী।

নেপাল: রোহিত পৌডেল (অধিনায়ক), কুশল ভুর্তেল, আসিফ শেখ, ভীম শর্কি, কুশল মল্ল, আরিফ শেখ, দীপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সোমপাল কামী, করণ কেসি, সন্দীপ লামিছানে, ললিত রাজবংশী, প্রতীশ জিসি, মৌসুম ঢকাল, সন্দীপ জোড়া, কিশোর মাহাতো, অর্জুন সৌদ।