WTC Final 2023, India vs Australia: ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালের স্কোয়াড নিশ্চিত করল অস্ট্রেলিয়া, রিজার্ভে যে তারকা
আগামী ৭ জুন ওভালে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামছে অস্ট্রেলিয়া।
আগামী ৭ জুন ওভালে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে ফাইনালে অস্ট্রেলিয়া স্কোয়াডে রাখল না মিচেল মার্শকে। চার পেসার হিসেবে অজি স্কোয়াডে আছেন প্য়াট কামিন্স, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড। সঙ্গে পেসার অলরাউন্ডার হিসেবে আছেন ক্য়ামেরুন গ্রিন। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা।
সঙ্গে রাখা হয়েছে মার্কস হ্যারিসকে। ব্যাটিংয়ে স্তম্ভ হিসেবে আছেন মার্নাস লুবশানে, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড। উইকেটকিপার হিসেবে আছেন আলেক্স ক্যারি ও জোস ইংলিশ। দুই স্পিনার হিসেবে স্কোয়াডে আছেন ন্য়াথান লিঁয়, টড মারফি। মিচেল মার্শের সঙ্গে রিজার্ভে আছেন ম্যাথু রেন শ। খুব সম্ভবত অস্ট্রেলিয়া উইকেটকিপার সহ ৬জন ব্যাটার, এক পেসার অলরাউন্ডার, এক স্পিনার ও তিন স্পেশালিস্ট পেসার নিয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার স্কোয়াড- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), ট্র্যাভিস হেড, ক্যামেরুন গ্রিন, আলেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, ন্যাথান লিঁয়,স্কট বোল্যান্ড, জোস ইংলিশ (উইকেটকিপার), মার্কস হ্যারিস, টড মারফি।
দেখুন টুইট
দেখুন অজি স্কোয়াড
রিজার্ভ- মিচেল মার্শ, ম্যাথু রেনশ।