Donald Trump: আমেরিকায় ট্রাম্প স্লাইড জয়ের এই পরিসংখ্যান শুনলে চমকে যাবেন

ডেমোক্রাট প্রার্থী তথা দেশের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাস্ত করেছন ট্রাম্প। পপুলার ভোট থেকে ইলেকটোরাল ভোট, সবেতেই জয়জয়কার ট্রাম্পের।

Donald Trump (Photo Credit: Facebook)

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়ে জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ডেমোক্রাট প্রার্থী তথা দেশের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাস্ত করেছন ট্রাম্প। পপুলার ভোট থেকে ইলেকটোরাল ভোট, সবেতেই জয়জয়কার ট্রাম্পের। ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনে যখন ট্রাম্প জিতেছিলেন হিলারি ক্লিনটনের বিরুদ্ধে, সেই সময় ইলেকটোরাল ভোটে এগিয়ে থেকে ক্ষমতায় বসলেও ট্রাম্প পপুলার ভোটে পিছিয়ে ছিলেন। মানে দেশের মোট ভোটের বিচারে ট্রাম্পের থেকে বেশী সমর্থন পেয়েছিলেন হিলারি ক্লিন্টন। কিন্তু এবার ট্রাম্পের জয় সর্বাত্মক। দেশের মোটের ৫০.৭ শতাংশ, ২৯৫টি ইলেকটোরাল ভোট ও স্যুইং স্টেটগুলির সবটাই জিতেছেন ট্রাম্প।

৪০ বছর পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থী সব কটি স্যুইং স্টেটেই জিতলেন। স্যুইং স্টেট হল এমন কিছু প্রদেশে যারা রিপাবলিকান বা ডেমোক্রাট কোনও দলের দৃঢ় সমর্থক নন। প্রতিবার তাদের ভোট পরিবর্তন হয়। আমেরিকার অন্তত ৪০-৪২টি প্রদেশ বা স্টেটস হয় রিপাবলিকান বা ডেমোক্রাটদের একেবারে নিশ্চিত গড় হয়ে থাকে।

সেখানে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস ২২৬টি ইলেটোরাল ভোটে ও ৪৭.৭ শতাংশ পপুলার ভোট পান। পাশাপাশি ফ্লোরিডা, ভার্জিনিয়ার মত ডেমোক্রাট ঘাঁটিতেও ট্রাম্প জিতে যা। তবে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে চমকপ্রদ পরিসংখ্যান হল, দেশের ৫০টি প্রদেশের মধ্যে ৪৯টি-তেও ২০২০ ভোটের থেকে বেশী জনসমর্থন পেয়েছেন ট্রাম্প। চিরচারিত সাদা মানুষদের ভোটের পাশাপাশি ট্রাম্প বড় সমর্থন পেয়েছেন কৃষ্ণাঙ্গ, আফ্রিকান জাত, লাটিনোদেরও।

দেখুন কীভাবে ভোট বেড়েছে ট্রাম্পের