Russia: ইউক্রেনকে মাত্র ৩০ ডলার দান করার অভিযোগ যুবতিকে চরম সাজা দিল রাশিয়া সরকার

বিগত দু'বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। বহু দেশ এই যুদ্ধ থামাতে চাইলেও তাঁরা ব্যর্থ। বর্তমানে দুই দেশ একে অপরের চরম শত্রু।

Jail, Representational Image (Photo Credit: Pixabay)

বিগত দু'বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine War)। বহু দেশ এই যুদ্ধ থামাতে চাইলেও তাঁরা ব্যর্থ। বর্তমানে দুই দেশ একে অপরের চরম শত্রু। এই অবস্থায় ইউক্রেনের এক স্বেচ্ছাসেবী সংস্থাকে মাত্র ৩০ ডলার দান করার অপরাধে এক যুবতিকে ৯ বছর জেলবন্দি থাকার সাজা শোনালো আদালত। জানা যাচ্ছে, ২১ বছর বয়সী ওই মহিলা কয়েকদিন আগে এই ৩০ ডলার অনলাইনের মাধ্যমে পাঠায়। আর তারপরেই তাঁকে গ্রেফতার করে রাশিয়ার পুলিশ প্রশাসন।