Chennai Fort Railway Station: দই নিয়ে বিতর্কের জের! চেন্নাই ফোর্ট স্টেশনের সাইনবোর্ডের হিন্দি লেখায় লাগানো হল কালো রং

শুক্রবার এই ঘটনা ঘটার পর অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। কালো কালি মুছে দিয়ে সাইনবোর্ডটিকেও আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

Photo Credits: ANI

সম্প্রতি দইয়ের জায়গায় দহি লিখতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। তারপরই এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে তামিলনাড়ু (Tamil Nadu)-সহ দক্ষিণের রাজ্যগুলির তরফে। এবার চেন্নাই ফোর্ট রেলওয়ে স্টেশনের (Chennai Fort railway station) সাইনবোর্ডে (signboard) হিন্দি ভাষায় লেখা (Hindi portion) স্টেশনের নাম কালো কালি দিয়ে মুছে দিল (blackened) অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা।

শুক্রবার এই ঘটনা ঘটার পর অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। কালো কালি মুছে দিয়ে সাইনবোর্ডটিকেও আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।