Teesta Setalvad: গুজরাট দাঙ্গা মামলায় তিস্তা শেতলবাদকে জামিন সুপ্রিম কোর্টের
২০০২ গুজরাট দাঙ্গার সময় গুজরাটে বিজেপি সরকারকে ফেলার চক্রান্ত, ও নিরাপধারদের অপরাধী করানোর চক্রান্তের অভিযোগে গ্রেফতার হওয়া সমাজকর্মী তিস্তা শেতলবাদকে জামিন দিল সুপ্রিম কোর্ট।
২০০২ গুজরাট দাঙ্গার সময় গুজরাটে বিজেপি সরকারকে ফেলার চক্রান্ত, ও নিরাপধারদের অপরাধী করানোর চক্রান্তের অভিযোগে গ্রেফতার হওয়া সমাজকর্মী তিস্তা শেতলবাদকে জামিন দিল সুপ্রিম কোর্ট। অভিযোগ ছিল, গুজরাট দাঙ্গার সময় প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে ৩০ লক্ষ টাকা দিয়ে রাজ্যে মোদী সরকার ফেলতে চেয়েছিলেন তিস্তা।
এই অভিযোগ গ্রেফতার হওয়া সমাজকর্মী দু’মাসের বেশি সময় ধরে জেল হেফাজতে রাখা হয়েছিল। তাঁকে চার্জশিট ছাড়াই এতদিন জেল হেফাজতে রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আরও পড়ুন-সুপ্রিম রায়ে নন্দীগ্রাম মামলা রাজ্যেই, শূন্যহাতে ফিরতে হল শুভেন্দুকে
দেখুন টুইট