Maharashtra: মহারাষ্ট্রে ভূমিধ্বসে পরিস্থিতি ভয়াবহ, উদ্ধারকার্যে এনডিআরএফ

উপদ্রুত এলাকা থেকে ২২ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে

মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধ্বসের কারণে ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষ। স্থানীয়দের উদ্ধারকার্যের জন্য এলাকায় পাঠানো হয়েছে এনডিআরএফের দলকে। এখনও পর্যন্ত ২২ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে উপদ্রুত এলাকা থেকে।

প্রবল বৃষ্টিপাতের জেরে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য বিপর্যস্ত। হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড,জম্মু ও কাশ্মীর সহ বেশ কয়েকটি রাজ্য প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বস এবং হড়পা বান দেখা গেছে। যার জেরে সাধারণ মানুষের কঠিন অবস্থা। সেনা ও এনডিআরএফ উভয়ের দক্ষতায় উপদ্রুত এলাকা থেকে মানুষদের উদ্ধার করা সম্ভব হয়ে উঠেছে।

আবহাওয়া দফতরের তরফে উত্তরাখন্ডের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর।