IT Employees to Carry Heart Disease: হায়দরাবাদে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি নিয়ে থাকেন অধিকাংশ তথ্যপ্রযুক্তি কর্মী
হায়দরাবাদে গড়ে ৩০ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মীদের নিয়ে গবেষণা করে এনআইএন
হায়দরাবাদের অধিকাংশ আইটি কর্মীই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে থাকেন। শুধু তাই নয় তাদের জীবনধারার কারণে, শারীরিক পরিশ্রমের অভাব এবং কর্মক্ষেত্রে চরম চাপের কারণে তাঁদের রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক এবং অন্যান্য ধরনের অসংক্রামক রোগ (NCDs) হয়। সম্প্রতি হায়দরাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের (এনআইএন) এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। হায়দরাবাদে গড়ে ৩০ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মীদের নিয়ে গবেষণা করে এনআইএন, যা ২০২৩ সালের আগস্টে আন্তর্জাতিক পিয়ার রিভিউ জার্নাল 'নিউট্রিয়েন্টস'-এ প্রকাশিত হয়। গবেষণায় আরও বলা হয়, নিয়মিত কর্মদিবসে এই কর্মীদের গড়ে ৮ ঘণ্টার বেশি বসে থাকতে হয়। এই সময়ের ফলে মাত্র ২২ শতাংশ কর্মচারী প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিটের সুপারিশকৃত ইচ্ছাকৃত শারীরিক ক্রিয়াকলাপের মেয়াদে পৌঁছেছেন।