Firing Over Dog Dispute: মধ্যপ্রদেশের ইন্দোরে কুকুর নিয়ে বিবাদে চলল গুলি, ঘটনায় নিহত ২ আহত ৬

গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে ইন্দোরের এডিসিপি(ADCP) অমরেন্দ্র সিং সংবাদ মাধ্যমকে জানান, যে এক ব্যক্তি তার কুকুরটিকে নিয়ে রাস্তায় হাঁটছিল, এরপরেই রাস্তার মাঝে তার কুকুরের সঙ্গে তার প্রতিবেশীর কুকুরের মারামারি হয়।

ADCP Amrendra Singh Photo Credit: Twitter@ANI_MP_CG_RJ

মধ্যপ্রদেশের ইন্দোরে কুকুর নিয়ে বিবাদের জেরে চলল গুলি। গুলিবর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন।   গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে ইন্দোরের এডিসিপি(ADCP) অমরেন্দ্র সিং সংবাদ মাধ্যমকে জানান,  যে এক ব্যক্তি তার কুকুরটিকে নিয়ে রাস্তায় হাঁটছিল, এরপরেই  রাস্তার মাঝে তার কুকুরের সঙ্গে তার প্রতিবেশীর কুকুরের মারামারি হয়।এরপর সেই ঘটনার জেরে মালিকপক্ষের মধ্যে হাতাহাতিও হয় এবং ঘটনায় পাড়া প্রতিবেশীরাও সেখানে জড়ো হয়ে যায়।  এর পর কুকুরটির মালিক যিনি একটি ব্যাংকে গার্ড হিসেবে কাজ করেন। সে তাঁর বাড়িতে গিয়ে বন্দুক নিয়ে এসে গুলি চালায়। এ ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৬ জন। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। ঘটনার পর অভিযুক্ত গার্ডকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে বলে জানান অমরেন্দ্র সিং।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)