Captain Shiva Chauhan: সিয়াচেনের কুমার পোস্টের দায়িত্বে প্রথম মহিলা অফিসার ক্যাপ্টেন শিবা চৌহান , দেখুন সেই ভিডিও
সিয়াচেনের কুমার পোস্টে দায়িত্ব সামলাবেন শিবা। এই কুমার পোস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৬০০ ফিট উচ্চতায় অবস্থিত।এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস।
আন্তর্জাতিক নারী দিবসের আগে গোটা দেশের নজরে সিয়াচেন হিমবাহের (Siachen Glacier) সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে নিযুক্ত হলেন ক্যাপ্টেন শিবা চৌহান Shiva Chauhan) । ভারতীয় সেনায় সিয়াচেনে মোতায়েন হওয়া তিনিই প্রথম মহিলা অফিসার । জানা গেছে সিয়াচেনের কুমার পোস্টে দায়িত্ব সামলাবেন শিবা। এই কুমার পোস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৬০০ ফিট উচ্চতায় অবস্থিত।এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস।ক্যাপ্টেন শিবার নেতৃত্বে একটি সেনাদল যুদ্ধের প্রযুক্তিগত কৌশলের উপর কাজ করবে। আপাতত তিন মাসের জন্য কুমার পোস্টে মোতায়েন থাকবেন শিবা এবং তাঁর দল।
দেখুন তার এই জার্নির ছবি-