Munshi Premchand: আধুনিক হিন্দি ও উর্দু সাহিত্যের চিরস্মরণীয় কথাশিল্পী মুন্সি প্রেমচাঁদ

আধুনিক হিন্দি ও উর্দু সাহিত্যের চিরস্মরণীয় কথাশিল্পী হিসেবে আজও মানুষ স্মরণ করেন মুন্সি প্রেমচাঁদকে। অনেকে তাঁকে এই দুই ভাষার উপন্যাস সম্রাট হিসেবেও অভিহিত করেন। আজ তাঁর ৮৬তম প্রয়াণ দিবসে ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও শ্রদ্ধা নিবেদন করছেন নানান স্তরের মানুষ।

মুন্সি প্রেমচাঁদ

নয়াদিল্লি: আধুনিক হিন্দি ও উর্দু সাহিত্যের চিরস্মরণীয় কথাশিল্পী হিসেবে আজও মানুষ স্মরণ করেন মুন্সি প্রেমচাঁদকে (Munshi Premchand)। অনেকে তাঁকে এই দুই ভাষার উপন্যাস সম্রাট হিসেবেও অভিহিত করেন। আজ তাঁর ৮৬তম প্রয়াণ দিবসে ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও শ্রদ্ধা নিবেদন করছেন নানান স্তরের মানুষ। তাঁর আসল নাম ধনপত রায় শ্রীবাস্তব ( Dhanpat Rai Srivastava) হলেও ভারতীয় সাহিত্য জগতে তিনি মুন্সী প্রেমচাঁদ নামেই পরিচিতি লাভ করেছিলেন।

উত্তরপ্রদেশে জন্মানো এই বিখ্যাত মানুষটি ছোট থেকেই সাহিত্যে তাঁর উপস্থিতির কথা জানান দিয়েছিলেন। অত্যন্ত সহজ-সরল ভাষায় সমাজের সমস্ত অন্যায়, অত্যাচার, দুর্নীতি, ভণ্ডামি ও গরিবের উপর বড়লোকের অত্যাচারের কাহিনী ফুটিয়ে তুলতে সক্ষম ছিলেন তিনি। খুব সহজেই তৎকালীন সময়ের সাধারণ মানুষের আশা-আকাঙ্খার কথা ফুটে উঠতে দেখা গেছে তাঁর বলিষ্ঠ লেখনীতে। আসলে ছোটবেলা থেকে চরম দারিদ্র ও অভাবের কারণে প্রত্যক্ষ করেছিলেন জীবনের কঠিন ও কঠোর রূপ। আর তাই সমাজের উপরতলার মানুষের থেকে দরিদ্র ও অসহায় মানুষের চোখের জল বেশি ভাবাতো তাঁকে। এর ফলে হিন্দি ও উর্দু ভাষায় লেখা তাঁর উপন্যাস ও গল্পগুলিতে সমাজের যে বাস্তবচিত্র (realism) ফুটে উঠতে দেখা যায়। তা আর কারও লেখাতেই সেভাবে চোখে পড়ে না। ১৯৩৬ সালের ৮ অক্টোবর বারাণসীতে প্রয়াত হন এই মহান সাহিত্যিক। আমরা তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)