A.J.T. Johnsingh Passes Away: মারা গেলেন প্রখ্যাত জীববিজ্ঞানী এ জে টি জনসিং, বয়স হয়েছিল ৭৮ বছর

A.J.T. Johnsingh

প্রখ্যাত জীববিজ্ঞানী এবং দেশের বন্যপ্রাণী সংরক্ষণের অগ্রণী এজেটি জনসিং বেশ কয়েকদিনের অসুস্থতার পরে আজ (৭ জুন, শুক্রবার) বেঙ্গালুরুতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবার সূত্রে জানা গেছে  তাকে পশ্চিমঘাটের পাদদেশে ডোনাভুরে সমাধিস্থ করা হবে।

সুপরিচিত বন্যপ্রাণী বিশারদ ও  জীববিজ্ঞানী জনসিং ১৯৭০ এর দশকের গোড়ার দিকে শিবাকাশীতে প্রাণিবিদ্যার অধ্যাপক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। প্রাণীবিদ্যার কাজে বন, জঙ্গলে ঘন ঘন ভ্রমণ তাকে বন্যপ্রাণী সংক্রান্ত বিষয়ে অধ্যয়নে পিএইচডি করতে বাধ্য করে। ১৯৮০-এর দশকের গোড়ার দিকে হাতির ক্ষেত্রে ভারত সরকারের জন্য 'প্রজেক্ট এলিফ্যান্ট' পরিকল্পনাতে সহায়ক ছিল তাঁর ভূমিকা