Gandhinagar: বিয়ের অনুষ্ঠানে গরবা খেলতে খেলতেই আচমকা মৃত্যু হল মহিলার, মুহূর্তের মধ্যে খুশির অনুষ্ঠানে নেমে আসল শোকের ছায়া

গরবা খেলতে খেলতে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন বছর ৪৫-র মহিলা। গুজরাটের গান্ধীনগরের রুপাল গ্রামের ঘটনা। সেখানেই একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে চলছিল গরবা নাচ। কিন্তু হঠাৎই খুশির অনুষ্ঠানে নেমে এল দুঃখের আবহ। নাচতে নাচতে আচমকা মাটিতে লুটিয়ে পড়লেন। কোলে ছিল বাচ্চাও। এই ভিডিওটিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গরবা খেলতে খেলতেই আচমকা মৃত্যু হল মহিলার (Photo Credits: Gujarat Tak YouTube)

গান্ধীনগর, ১২ ডিসেম্বর: গরবা খেলতে খেলতে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন বছর ৪৫-র মহিলা। গুজরাটের (Gujarat) গান্ধীনগরের (Gandhinagar) রুপাল গ্রামের ঘটনা। সেখানেই একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে চলছিল গরবা নাচ। কিন্তু হঠাৎই খুশির অনুষ্ঠানে নেমে এল দুঃখের আবহ। নাচতে নাচতে আচমকা মাটিতে লুটিয়ে পড়লেন। কোলে ছিল বাচ্চাও। এই ভিডিওটিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা যায়, মাটিতে লুটিয়ে পড়ার কয়েক সেকেন্ড পরেই তাঁর মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং ১৭ সেকেন্ড পর মারা যান। মৃতার নাম কল্পাবেন গাধভি। এই ঘটনার পর বাড়ির সকলেই গভীরভাবে শোকস্তব্ধ হয়ে পড়েন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরাও এই দৃশ্য দেখে শোকাহত হন। আরও পড়ুন, জে পি নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারকে কেন্দ্রের ডেপুটেশনে কাজ করার তলব

জানা যায়, হৃরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কল্পাবেন অসুস্থতা বোধ করায় মাটিতে পড়ে যান। তাঁর অবস্থা এতটাই শোচনীয় ছিল যে ঠিক কতটা অসুস্থতা বোধ করছিলেন তা কাউকেই জানাতে পারেননি। তার মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।



@endif