IPL Auction 2025 Live

Solar Eclipse: কালীপুজোর রাতেই সূর্যগ্রহণের করাল ছায়া ! বছরের শেষ সূর্যগ্রহণের সূতক কাল জেনে মেনে চলুন নিয়ম

ইউরোপ, উত্তর-পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিভিন্ন অংশে সূর্যগ্রহণ দেখা যাবে। নতুন দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই, উজ্জয়িনী, বারাণসী ও মথুরা থেকে আংশিক সূর্যগ্রহন লক্ষ্য করা যাবে।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন মা কালী, আর এবারে কালী পুজোর মধ্য রাতেই সূর্য গ্রহণের কালো ছায়া। পঞ্জিকা মতে ভারতীয় সময় অনুযায়ী, ২৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪:২৯ থেকে ৫.৩০ মিনিট অর্থাৎ প্রায় ১ ঘন্টা ১৪ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ হবে। সূর্যাস্তের সঙ্গে এই গ্রহণ সম্পূর্ণভাবে শেষ হবে বিকেল ০৫:৪৩ মিনিটে।জ্যোতিষীদের মতে,২৫ অক্টোবর তুলা রাশিতে সূর্যগ্রহণ হতে চলেছে।

কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ

ইউরোপ, উত্তর-পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিভিন্ন অংশে সূর্যগ্রহণ দেখা যাবে। নতুন দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই, উজ্জয়িনী, বারাণসী ও মথুরা থেকে আংশিক সূর্যগ্রহন লক্ষ্য করা যাবে।

গ্রহণের সূতক কাল

চলতি বছরের সূর্যগ্রহণ অত্যন্ত প্রভাবশালী। দীপাবলীর রাত থেকেই এর সূতককাল শুরু হয়ে যাবে। সূর্যগ্রহণ শুরুর ১২ ঘণ্টা আগে থেকে  শুরু হয়ে যায় সূতক কাল। আজ ২৪ অক্টোবর অর্থাৎ দীপাবলীর রাত (২৫ অক্টোবর, কারণ রাত ১২টার পর তারিখ পরিবর্তন গণ্য করা হয়) ২টো ২৯ মিনিট থেকে সূতক শুরু হবে।

সূর্যগ্রহণ ২০২২: কী করবেন এবং করবেন না?