Mehendi Designs For Marriage: বিয়ের মরসুমে বাড়িয়ে তুলুন হাতের সৌন্দর্য, সুন্দর এবং আকর্ষণীয় মেহেন্দি ডিজাইনে সাজিয়ে তুলুন হাত...
বিয়ের মরসুমে বাড়িয়ে তুলুন হাতের সৌন্দর্য। বিয়ে বা কোনও উৎসব উপলক্ষে সুন্দর এবং আকর্ষণীয় মেহেন্দি ডিজাইনে সাজিয়ে তুলুন হাত। তবে নিজের বিয়ে হোক বা অন্য কারোর বা কোনও উৎসব সবার ইচ্ছা থাকে আলাদা ভাবে সেজে ওঠার, যেন ভিড়ের মধ্যে তাকেই সবথেকে বেশি সুন্দর দেখতে লাগে। হাতের সৌন্দর্য বাড়াতে নারীরা হাতে মেহেন্দি লাগায় এবং একইরকমভাবে মেহেন্দি পরার সময় সবাই খোঁজে নতুনত্ব। বিয়েতে অনেক ধরনের নিয়ম হয়, বিয়ের কনে হলে সেই নিয়মগুলি মেহেন্দির মাধ্যমে হাতে তুলে ধরা যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক মেহেন্দির কিছু সুন্দর ডিজাইন।