শুক্রবার আহমেদাবাদের আদানি টাউনশিপে মহা সমারোহের মাধ্যমে হয়ে গেল গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানি (Jeet Adani) এবং দিভা শাহের (Diva Shah) বিয়ে। ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে খুবই সাধারণভাবে এদিন বিয়ে হয় দুজনের। দেশের অন্যতম শিল্পপতি হওয়ার পরেও কোটি কোটি টাকা দিয়ে জাকজমকের মাধ্যমে বিয়ে করার বদলে সেই টাকা সামাজিক কল্যাণের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেন গৌতম আদানি (Goutam Adani)। সেই কারণেই কখনও মহাকুম্ভ মেলায় পূর্ণার্থীদের জন্য টাকা বরাদ্দ করেছিলেন, কখনও আবার ১০ হাজার প্রতিবন্দ্বি মেয়ের বিয়ে উপলক্ষে ১০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেন জিৎ ও দিভা।
অনুদানেই খরচ ১০ হাজার কোটি টাকা
এবার শোনা যাচ্ছে এই বিয়ের মধ্যে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা বিভিন্ন খাতে অনুদান হিসেবে ইতিমধ্যেই দান করেছে আদানি পরিবার। যার মধ্যে একটি বড় অংশ গিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, স্কিল ডেভলপমেন্ট, সামাজিক উন্নয়নে। এছাড়া বিভিন্ন মহিলা, শিশুদের জন্যও বিভিন্ন খাতে এই টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। ফলে এই ক্ষেত্রে এতটাকা খরচ করার কারণে ছেলের বিয়েতে মাত্র ৩০০ জনকে আমন্ত্রিত করেছিলেন তিনি। সেই কারণে সোশ্যাল মিডিয়া সকল শুভান্যুধায়ীর কাছে ক্ষমাও চেয়েছেন আদানি।
ছেলেকে শুভেচ্ছা জানালেন গৌতম আদানি
প্রসঙ্গত, এদিন আহমেদাবাদের শান্তিগ্রামে একটি টাউনশিপে বসে এই বিয়ের আসর। যেখানে উপস্থিত ছিলেন গোটা আদানি পরিবার এবং কিছু বিখ্যাত মানুষ ও শিল্পপতির পারিবারিক সদস্যরা। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ছেলে ও বৌমাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।