International Day of the Girl Child 2023: লিঙ্গ বৈষম্য দূর করতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে নেটিজেনদের বিশেষ শুভেচ্ছা বার্তা, দেখুন

International Day of the Girl Child

মুম্বই: আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। প্রতি বছর ১১ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন হয়। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হলো সারা বিশ্বে মেয়েদের সবকিছুতে অংশগ্রহণ বাড়ানো, নারী অধিকার এবং নারীর ক্ষমতায়ন সম্পর্কে সচেতনা বৃদ্ধি করা। আধুনিক পৃথিবীতে ভারত সহ অনেক দেশেই এখনও নারীদের অনেকরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

২০১১ সালে ১৯ ডিসেম্বর জাতিসংঘ আন্তর্জাতিক বালিকা শিশু দিবস (International Day of Girl Child) উদযাপনের প্রস্তাব পাস করে। তারপর ২০১২ সালে ১১ অক্টোবর প্রথমবার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন হয়। আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

দেখুন

 

Management, empathy, resilience & fair thinking are the super powers of women, giving them an inbuilt potential to steer the world to great heights. Hence it is paramount to include them in decision making & driving innovations.

On this International Day of Girl Child, let's… pic.twitter.com/5kBEgXAxOC

— Dera Sacha Sauda (@DSSNewsUpdates) October 11, 2023

 

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now