Long COVID Definition: 'লং কোভিড' কি? এই রোগের উপসর্গ কাদের মধ্যে দেখা যাচ্ছে? জানুন
পুরুষদের তুলনায় নারীদের মধ্যে লং কোভিড দ্বিগুণ বেশি পরিমাণে দেখা দিচ্ছে।
মুম্বই: শীতে আবারও কভিডের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এবার চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN.1 । বর্তমানে গোটা দেশে করোনা সংক্রমণ ৪ হাজার পার করেছে। বিজ্ঞানীরা আঘেই জানিয়েছিলেন, করোনাভাইরাস পৃথিবী থেকে পুরোপুরি অবলুপ্ত হয়ে যাবে না। এটি থাকবে নিজের মতো করে। নিজের রূপ বদলে বদলে এটি ফিরে আসবে।
লং কোভিড (Long Covid) কি ?
অনেকেই করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পরেও এর বিপদ থেকে যাচ্ছে।কোভিড আক্রান্ত হওয়ার পর কেউ আপাতভাবে সুস্থ থাকলেও ভিতের ভিতরে কোভিড সিনড্রোমে ভুগছেন। এটাকেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লং কোভিড নাম দিয়েছে।
লং কোভিডের লক্ষণ
১২ সপ্তাহ পার হয়ে গেলেও যদি রোগীর দেহে এমন অসুস্থতার লক্ষণ রয়ে যায়, যার কারণ হিসেবে অন্য কোন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, তাহলে ধরে নিতে হবে তার 'লং কোভিড' হয়েছে। সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্লান্তি, শ্বাসকষ্ট, মাথাব্যথা এবং পেটে ব্যথা। দীর্ঘ সময় ধরে কোভিড আক্রান্ত ব্যক্তিরা কার্ডিওভাসকুলার সমস্যা, মানসিক স্বাস্থ্য সমস্যা, যেমন বিষণ্নতা এবং উদ্বেগ, অনিদ্রা, পেশী এবং জয়েন্টে ব্যথা এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা সহ আরও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।
লং কোভিডের ঝুঁকি কাদের মধ্যে বেশি?
রোগীর বয়স বেশি হলে লং কোভিডের সম্ভাবনা বাড়ে, এবং পুরুষদের তুলনায় নারীদের মধ্যে লং কোভিড দ্বিগুণ বেশি পরিমাণে দেখা দিচ্ছে। যারা করোনাভাইরাসে গুরুতর অসুস্থ হয়েছিলেন, বা যাদের হাসপাতালে যেতে হয়েছিল - তাদের মধ্যে লং কোভিডের কিছু লক্ষণ বেশি দেখা যাচ্ছে। নতুন রূপের সঙ্গে লং কোভিড ঝুঁকির কারণগুলির উপর গবেষণা চলছে। আরও পড়ুন: COVID 19 In India: শীতের প্রকোপ বাড়ছে, উর্দ্ধমুখী করোনা সংক্রমণও, গোটা দেশে সক্রিয় রোগী ৪ হাজার ছাড়াল
লং কোভিডের প্রভাব?
লং কোভিড কারও কারও ক্ষেত্রে আগাম বয়সের প্রভাব ফেলতে শুরু করছে। অর্থাৎ খুব কম বয়সেই তাঁদের শরীরে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করছে। এমনকী কারও কারও ক্ষেত্রে মস্তিষ্কের বয়স ১০ বছর পর্যন্ত বেড়ে যাচ্ছে।
গত এপ্রিলে প্রকাশিত দীর্ঘ কোভিড সম্পর্কে অস্ট্রেলিয়ার সংসদীয় তদন্তের একটি প্রতিবেদনে প্রকাশ, ২ শতাংশ থেকে ২০ শতাংশ লোক সংক্রমণের পরে লং কোভিডে ভুগতে পারেন।