Mouth Sores: মুখে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে ক্যান্সারের লক্ষণ, জেনে নিন মুখের ঘা সম্বন্ধে বিস্তারিত...

Credits: ANI

ক্যান্সার একটি মারাত্মক রোগ। WHO এর মতে, ক্যান্সারের কারণে মৃত্যু হয় প্রতি ৬ জনের মধ্যে ১ জনের। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা সম্ভব, কিন্তু তথ্যের অভাবে অধিকাংশ মানুষই ক্যান্সারের লক্ষণ উপেক্ষা করে। মানুষ ছোট মনে করে যেগুলো উপেক্ষা করে সেগুলো হতে পারে ক্যান্সারের লক্ষণ। গুটখা ও তামাক সেবন করার কারণে হয় মুখের ক্যান্সার। এছাড়া সুপারি, ময়লা, ধূমপান এবং অ্যালকোহলও হতে পারে মুখের ক্যান্সারের কারণ। মুখের ভেতরের কোনও ক্ষতও ক্যান্সারের লক্ষণ হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মুখে আলসার হওয়া স্বাভাবিক, তবে অনেক সময় এই সমস্যা হয়ে ওঠে ক্যান্সারের মতো রোগের কারণ। মুখের ঘা খুবই সাধারণ একটি সমস্যা হলেও এটাকে অবহেলা করা উচিত নয়। মুখের ঘা হলেই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় অ্যালার্জির কারণেও মুখে ক্ষত হয়, যা চিকিৎসার পরও ঠিক না হলে হতে পারে ক্যান্সার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মুখের ভিতরে জিহ্বার কোথাও ক্ষত হওয়ার ৩-৪ সপ্তাহ পরেও ঠিক না হলে দেরি না করে বায়োপসি করা উচিত। এই বিষয়ে কোনও গাফিলতি হতে পারে ক্যান্সারের কারণ।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বায়োপসি করলে ক্যান্সার নিরাময় হয় না, এটা ধারণা ভুল। বিশেষজ্ঞদের দ্বারা বায়োপসি করালে রোগ নিয়ন্ত্রণ করা যায়। বিশেষজ্ঞদের মতে, লেজারের মাধ্যমে টিউমার পুড়িয়ে ফেলা ঠিক নয়। এর কারণে উপরের অংশ পুড়ে গেলেও ভেতর থেকে নিরাময় হয় না। তাই শুধুমাত্র বায়োপসি করতে হবে, যাতে সম্পূর্ণ ও সঠিক চিকিৎসা করা যায়। যত তাড়াতাড়ি ক্যান্সার ধরা পড়ে তত সহজ হয় চিকিৎসা।