Shardiya Navratri 2024: নবরাত্রিতে কিসের পিঠে চড়ে আসছেন মা দুর্গার? জেনে নিন এর শুভ অশুভ লক্ষণ...

২০২৪ সালের ২ অক্টোবর আশ্বিন অমাবস্যায় পিতৃপক্ষ বিদায়ের পরই আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদে আগমন হবে মা দুর্গার। আশ্বিন নবরাত্রিকে শারদীয়া নবরাত্রিও বলা হয়। আদিশক্তি মা দুর্গার নয়টি ভিন্ন রূপের পুজো করা হয় প্রতি নবরাত্রিতে। মান্যতা রয়েছে যে বাড়িতে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করলে বাড়ি থেকে সমস্ত সমস্যা দূর হয়। দেবীর আশীর্বাদ জীবনে অপার সুখ বয়ে নিয়ে আসে। প্রতি বছর, নবরাত্রির প্রতিপদে, মা দুর্গা কোন না কোন বাহনে চড়ে পৃথিবীতে অবতরণ করেন এবং নয় দিন পৃথিবীতেই থাকেন।

দেবী ভগবত পুরাণে উল্লিখিত শ্লোক অনুসারে, নবরাত্রিতে দেবী দুর্গা যদি রবিবার বা সোমবার আসেন হাতিতে চড়ে, মঙ্গলবার বা শনিবারে ঘোড়ায় চড়ে, শুক্রবার বা বৃহস্পতিবার পালকিতে চড়ে এবং বুধবার আসেন নৌকায় চড়ে। ২০২৪ সালে মা দুর্গার আগমন হচ্ছে পালকিতে। বেশিরভাগ পণ্ডিতের বিশ্বাস অনুযায়ী, পালকিতে আদিশক্তির আগমন প্রকৃতি এবং রাজনীতির জন্য খুব শুভ নয়। চলুন এবার জেনে নেওয়া যাক শারদীয়া নবরাত্রির কোন দিন দেবীর কোন রূপের পুজো করা হয়।



@endif