Shab-e-Meraj 2024 Wishes and Quotes: পবিত্র শব-ই-মেরাজে আনন্দে মেতে উঠুন সবাই, প্রিয়জনকে শেয়ার করুন শুভেচ্ছাবার্তা

আজ, ৭ ফেব্রুয়ারি, পবিত্র শব-ই-মেরাজ (Shab-e-Miraj)। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৪ সালের ১৩ জানুয়ারী, শনিবার দিনটিতে শুরু হয়েছে রজব মাস। রজব মাসের ২৭ তারিখ ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের আরও কিছু জায়গায় শুরু শব-ই-মেরাজ। সারা বিশ্বের মুসলমানদের মধ্যে এই পবিত্র শব-ই-মেরাজ 'দ্য নাইট জার্নি' (The Night Journey) নামেও পরিচিত।

ইসলামি ক্যালেন্ডারের সপ্তম মাস রজব (Rajab) মাস। শাবান মাস ও পবিত্র রমজান মাসের আগে আসে এই মাস। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী এই মাসে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ কিছু দিন থাকায় এই মাসকে মনে করা হয় পুণ্য অর্জনের মাস। এই বিশেষ দিনে আপনজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার শুভেচ্ছা বার্তা।

May All Your Duas Be Accepted and Sins Be Forgiven
May Allah's Blessings Be With You and Your Family on This Occasion

শব-ই-মেরাজকে দুইটি নামে ভাগ করা হয়েছে, ইসরা ও মেরাজ। মান্যতা আছে, ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী রজব মাসের ২২ তারিখে মৃত্যু হয়েছিল হজরত ইমাম জাফর সাদিকের। এই দিনে মুসলমান সমাজের সকলেই নিজ নিজ বাড়িতে হজরত ইমাম জাফর সাদিকের নামে ফাতিহা পাঠ করেন। শব-ই-মেরাজের রাত হল একটি ঐতিহাসিক রাত, যা ইসলাম ধর্মের মানুষদের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে। তাই সবাই একত্রিত হয়ে আনন্দের সঙ্গে পালন করুন শব-ই-মেরাজে।