Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 13 March, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষঃ ঘরের পরিবেশ বদল করার আগে বড়দের সম্মতি নিন। সমস্যা থেকে পালিয়ে যাওয়া নয়, মুক্তি পাওয়ার উপায় খুঁজুন। কোণ স্থানে ভ্রমণের ফলে অনেক শিক্ষার্জন করবেন। পূর্বে করা বিনিয়োগ থেকে আজকের দিনে লাভদায়ী ফল পাবেন।

বৃষভঃ সকালের সিকে কিছুটা খারাপ কাটলেও, সন্ধ্যের দিকে খুশির খবর আসতে পারে পরিবারে। আজকের দিনে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ প্রেমের দিন। যে কোন উত্তেজিত পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন।

মিথুনঃ অন্যদের উপদেশ শুনুন, জীবনে কাজে দেবে। আজকের দিনে চেয়েও বেশি উপার্জন করতে পারবেন না। বিবাহিত জীবনে সেরা দিন হতে চলেছে। ধর্মীয়স্থানে গেলে মনে শান্তি পাবেন। আজ পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন।

কর্কটঃ আজকের দিনে একাই আনন্দ উপভোগ করতে পারবেন। রাতের দিকে ঋণ দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। আজ এই রাশির ব্যক্তিদের ক্ষমতা শক্তি বেশি থাকবে। আত্মীয়র বাড়িতে ভ্রমণ ক্লান্তিকর হলেও, আনন্দদায়ক হবে।

সিংহঃ পারিবারিক অনুষ্ঠানে যোগ দিলে অনেক নতুন বন্ধু হবে। আজ সবদিক থেকে ফুরফুরে এবং চটপটে থাকবেন। শরীরও সুস্থ থাকবে আজকের দিনে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। স্ত্রীর সঙ্গে সুন্দর দিন কাটাবেন।

কন্যাঃ অতিরিক্ত সময় একটু সমাজের কাজে লাগাতে পারেন। আজ এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। নিজের উপর ভরসা বিশ্বাস হারাবেন না। জিনিস গুছিয়ে না রাখলে স্ত্রীর সঙ্গে দ্বন্ধ বাঁধতে পারে।

তুলাঃ আজকের দিনে নিজের ইচ্ছেমত কাজ করতে পারবেন। বিবাহিত জীবনে সেরা দিন হতে চলেছে। রাতের দিকে ঋণ দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। মনের চাপ কমাতে আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে কথা বলুন।

বৃশ্চিকঃ পূর্বপুরুষের সম্পত্তি পাওয়া মনে একরাশ খুশি বিরাজ করবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তুলুন। আজকে নতুন বই কিনে নিজেকে গৃহবন্দী করে রাখতে পারেন। অভিভাবকদের সাহায্যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

ধনুঃ বন্ধুদের সঙ্গে সময় কাটালে নিজের ভালো লাগবে। কোন কাজে ভালোবাসার মানুষের অণুপ্রেরণা পেতে পারেন। শরীরকে ফিট রাখতে একটা লম্বা ঘুম দিন। আজ কাউকে অর্থ ঋণ দেওয়ার আগে চুক্তি বদ্ধ করে নেবেন।

মকরঃ ভালোবাসার মানুষের কোন কাজ থাকার কারণে আজকে আপনার অনেকটা সময় নষ্ট হবে। আজকের দিনে যেকোন কাজে আপনার উন্নতি হবেই। কাজের জায়গায় সহকর্মীর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। বেশি খরচ এড়িয়ে চলুন।

কুম্ভঃ বাড়িতে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করতে পারেন আজকে। আজকের দিনে মন ভালো জিনিসের দিকে টানবে। অভিভাবকদের সাহায্যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ছোট সদস্যের সঙ্গে গল্প করে সময় কাটাতে পারেন।

মীনঃ ভালোবাসার মানুষের জীবনের কোন অতীত জানতে পেরে দুঃখিত হবে। নিজের ভালো লাগে এমন কাজ করুন। আজ এই রাশির জাতক জাতিকাদের মেজাজ পরিবর্তিত হতে থাকবে। চেয়েও আজকের দিনে অর্থ সঞ্চয় করতে পারবেন না।