Mahalaya 2024: মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালি আবেগ...

“আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর...”  

মহালয়ার ভোরের আলো ফুটতে না ফুটতেই রেডিওতে শুনতে পাওয়া যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী। স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার যুগেও রেডিওয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহালয়া বাঙালির কাছে এক নস্টালজিয়া। মহালয়ার দিন একদিকে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, অন্যদিকে চক্ষুদান হয় দেবীর দুর্গার। পিতৃপক্ষ শেষ হয়ে, শুরু হয় দেবীপক্ষ।

দেবী দুর্গা পরিচিত মহিষাসুর মর্দিনী নামেও। হিন্দু পুরাণ অনুসারে, মহালয়ার দিনে সন্তান তথা গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিকেয়ের সঙ্গে বাপের বাড়ি আসার জন্য যাত্রা শুরু করেন দেবী দুর্গা। ২০২৪ সালে মহালয়া পালন করা হবে ২ অক্টোবর এবং দুর্গাপুজো শুরু হবে ৯ অক্টোবর। এরপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কাটিয়ে বিজয়া দশমীতে সিঁদুর খেলার মাধ্যমে ধুমধাম করে বিদায় জানানো হয় দেবী দুর্গা ও তার পরিবারকে।

মহালয়ার দিন একটি ঐতিহ্য যা প্রায় প্রতিটি বাঙালি পরিবারে অনুসরণ করা হয়, তা হল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী, এদিন ভোর ৪ টের সময় রেডিওতে শুনতে পাওয়া যায় এই অনুষ্ঠান। বছরে একবার হলেও ব্যাপকভাবে জনপ্রিয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী, এই অনুষ্ঠানে দেবী দুর্গা সপ্তশতীর চণ্ডীপাঠ নামক শ্লোক পাঠ, বাংলায় ভক্তিমূলক গান এবং আরও অনেক কিছু শোনা যায়।